ATK মোহনবাগান কলকাতা লিগ খেলছে না

কলকাতা লিগের (Calcutta Football League) সুপার সিক্স পর্বে খেলছে না ATK মোহনবাগান। এই নিয়ে সচিব দেবাশিস দত্ত পুরো বিষয় পরিষ্কার করে দিয়েছেন। দেবাশিস দত্তের কথায়,…

ATK Mohun Bagan tactics again city AFC Cup

কলকাতা লিগের (Calcutta Football League) সুপার সিক্স পর্বে খেলছে না ATK মোহনবাগান। এই নিয়ে সচিব দেবাশিস দত্ত পুরো বিষয় পরিষ্কার করে দিয়েছেন।

দেবাশিস দত্তের কথায়, FSDLর কাছে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছিল আইএসএল টুর্নামেন্টের মাঝে কলকাতা লিগের সুপার সিক্স পর্বের ম্যাচ খেলা যাবে কিনা। সচিব দেবাশিস দত্ত বলেন, FSDL চিঠির উত্তরে জানিয়েছে চিঠির মাধ্যমে যে,আইএসএল চলার মাঝে অন্য কোনও টুর্নামেন্ট খেলা যাবে না।FSDLর ওই চিঠি আইএফএকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে এও জানিয়েছেন দেবাশিস দত্ত, FSDLর চিঠির কপি পাঠিয়ে দেওয়া হয়েছে আইএফএ’কে।

এখন পরিস্থিতি যা দাঁড়াল তাতে করে কলকাতা লিগের সুপার সিক্স পর্বে ডার্বি ম্যাচ অনিশ্চিত হয়ে পড়লো। আইএফএ যদি FSDLর সঙ্গে কথা বলে আইএসএল টুর্নামেন্ট চলাকালীন সবুজ মেরুন শিবিরের কলকাতা লিগ খেলানোর ইস্যুতে সম্মতি আদায় করতে পারে তাহলেই একমাত্র ATK মোহনবাগান কলকাতা লিগের সুপার সিক্স পর্বের পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী ইমামি ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ খেলতে পারে।

কিন্তু শনিবার, সচিব দেবাশিস দত্তের সাংবাদিক বৈঠকে FSDLর কলকাতা লিগ খেলতে না দেওয়ার ফতোয়ার কারণে কলকাতা লিগের জৌলুস অনেকটাই কমে গেল।