কলকাতা লিগের (Calcutta League) সুপার সিক্স পর্বে আইএফএ’র ক্রীড়াসূচি অনুসারে ২৫ সেপ্টেম্বর ইমামি ইস্টবেঙ্গলের খেলা কালীঘাট ক্লাবের বিরুদ্ধে। এই খেলার টিকিটের নির্ধারিত মূল্য ৩০ ও ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে আগামীকাল অর্থাৎ শুক্রবার নৈহাটি পুরসভা ও স্টেডিয়ামে দুপুর ১টা থেকে।
ইমামি ইস্টবেঙ্গল ( East Bengal ) এফসি ২৫ এবং ৩০ সেপ্টেম্বর ২ টি অনুশীলন ম্যাচ খেলবে ভারতীয় অনূর্ধ্ব -২০ টিম এবং রিয়েল কাশ্মীর এফসির বিরুদ্ধে। আর ২৫ সেপ্টেম্বর কলকাতা লিগের সুপার সিক্সে লাল হলুদ শিবিরের খেলা রয়েছে।
ইতিমধ্যেই কলকাতা লিগের সুপার সিক্সের ক্রীড়াসূচি সামনে এসেছে। এই সূচি অনুসারে ইমামি ইস্টবেঙ্গল ২৫ সেপ্টেম্বর খেলবে কালীঘাটের বিরুদ্ধে, নৈহাটি স্টেডিয়ামে। একই দিনে অর্থাৎ ২৫ সেপ্টেম্বর লাল হলুদ ব্রিগেডের প্রস্তুতি ম্যাচ রয়েছে
ভারতীয় অনূর্ধ্ব -২০ দলের বিরুদ্ধে। এরফলে বিতর্ক দানা পেকেছে একই দিনে দুটো খেলা ইস্টবেঙ্গলের তাহলে কি হবে?এক্ষেত্রে, ইস্টবেঙ্গল কলকাতা লিগের সুপার সিক্স পর্বে কালীঘাটের বিরুদ্ধে সম্পূর্ণ রিজার্ভ দলকে খেলাতে পারে, কারণ লাল হলুদ শিবিরের সিনিয়র টিম একই দিনে (২৫ সেপ্টেম্বর ) ভারত U20’র বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলবে।
প্রসঙ্গত,গত মরসুমের ইন্ডিয়ান সুপার লীগের (ISL) লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গল (Emami East Bengal) টিম ২০২২-২৩ ফুটবল মরসুমে প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপের নিয়মরক্ষার ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ৪-৩ গোলের ব্যবধানে জিতেছে। ইমামি ইস্টবেঙ্গল টিম চলতি ডুরান্ড কাপ টাইটেলশিপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। এখন লাল হলুদ ব্রিগেডের ফোকাস কলকাতা লীগ এবং ISL।