ইস্টবেঙ্গল অ্যাকাডেমির ছাত্র কাঁপাচ্ছে দিল্লি

দেশের অনাচাকানাচে ছড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান থেকে উঠে আসা ফুটবলাররা। কলকাতায় সেই অর্থে সুযোগ না পেলেও, নিজ রাজ্যের বাইরে অনেকেই চুটিয়ে ফুটবল খেলছেন। Advertisements সম্প্রতি…

East Bengal Academy students are playing well in Delhi

দেশের অনাচাকানাচে ছড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান থেকে উঠে আসা ফুটবলাররা। কলকাতায় সেই অর্থে সুযোগ না পেলেও, নিজ রাজ্যের বাইরে অনেকেই চুটিয়ে ফুটবল খেলছেন।

Advertisements

সম্প্রতি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সুরজ রসাইলি। ইনি ইস্টবেঙ্গল অ্যাকাডেমির ছাত্র। এখন খেলেন দিল্লি প্রিমিয়ার লিগের দল গারওয়াহল ফুটবল ক্লাবে। তাদের হয়ে মাঠে নেমে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন তিনি। গোটা ম্যাচ জুড়ে নজর কেড়েছেন তরুণ এই ফুটবলার।

   

সুরজ আপাতত খুব বেশি নাম না করলেও কেরিয়ার প্রোফাইল মন্দ নয়। এ এফ সি কাপ খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। সেই সঙ্গে খেলেছেন ইস্টবেঙ্গলের অনুর্ধ্ব ১৯ দলে। জলপাইগুড়ি তথা ইস্টবেঙ্গল রাজগঞ্জ ওয়েল ফেয়ার ফুটবল অ্যাকাডেমি থেকে তাঁর উত্থান।

Advertisements

দিল্লি প্রিমিয়ার লিগে হয়েছে অন্যতম উপভোগ্য ম্যাচ। গারওয়াহল ফুটবল ক্লাব ও দিল্লি ফুটবল ক্লাবের মধ্যে হয়েছে তুল্যমূল্য ম্যাচ। নির্ধারিত সময় শেষে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে গারওয়াহল ফুটবল দল। ২-১ গোলে ম্যাচ জিতেছে তারা। তিনটি গোলই হয়েছে বিরতির পর।