বুধবার সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে নির্বাসনের খবর। ক্রমে তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। দুই বছরের জন্য নির্বাসিত আশুতোষ মেহেতা (Ashutosh Mehta)। সবুজ মেরুন ব্রিগেডের প্রাক্তন ফুটবলার।
ডিফেন্ডার আশুতোষ মেহেতাকে ডোপিং বিরোধী ডিসিপ্লিনারি প্যানেল ডোপিং অপরাধের জন্য ২ বছরের জন্য সাসপেন্ড করেছে৷ ১৪ সেপ্টেম্বর এক আদেশে প্যানেল এই ফুটবলারের ওপর মরফিন নামক মাদকদ্রব্য সেবনে জড়িত অপরাধের জন্য সাসপেনশন আরোপ করে।
ভারতীয় ফুটবল এরিনাতে এই ঘটনা বিরল। আজ পর্যন্ত এমন ঘটনা ঘটেনি। ভারতের জাতীয় ফুটবল দলের কাছে এই সাসপেনসন বড় ধাক্কা। আশুতোষ মেহেতা টিম ইন্ডিয়ার নিয়মিত সদস্য। তার দলে না থাকা নিঃসন্দেহে বড়সর ডিফেন্স ল্যাপ জাতীয় দলে।