আরও মজবুত হতে পারে ইমামি ইস্টবেঙ্গলের স্কোয়াড। আরও এক প্রতিশ্রুতিব্ধ ফুটবলারকে দেখা যেতে পারে লাল হলুদ জার্সিতে। সম্প্রতি এমনই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে ফুটবল মহলে।
কেরালা থেকে এক ঝাঁক ফুটবলার লাল হলুদ তাঁবুতে প্রবেশ করতে পারেন বলে সোমবার সন্ধ্যা থেকে শোনা যাচ্ছে। একই সঙ্গে এক মিজো ফুটবলারের নামও ভেসে বেড়াচ্ছে ময়দানে। জল্পনা অনুযায়ী, আইজলের লালছুংনুংগা ইমামি ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন। লোনে শ্রীনিডি ডেকান থেকে ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
একুশ বছর বয়সী এই ডিফেন্ডারের নাম ভারতীয় ফুটবলারের নাম ইতিমধ্যে বেশ পরিচিত। দলের প্রয়োজন অনুযায়ী সেন্ট্রাল ব্যাক এবং রাইট ব্যাকে খেলতে পারেন। ইন্ডিয়ান সুপার লিগে খেলার অভিজ্ঞতা না থাকলেও, আই লিগে ইতিমধ্যে খেলেছেন বেশ কিছু ম্যাচে।
আইজল ক্লাবের হাত ধরে ভারতীয় ফুটবল আঙিয়ান তাঁর উত্থান। ২০১৯ সালে আইজলে যোগ দেওয়ার পর ২০২১- এ শ্রীনিডি ডেকানে সই করেছিলেন। এই ক্লাবের হয়ে আই লিগে প্রায় কুড়িটি ম্যাচ খেলেছেন। গোল রয়েছে তাঁর নামের পাশে। সেখান থেকে লোনে যোগ দিতে পারেন ইমামি ইস্টবেঙ্গলে।