ফের ধসের জেরে বন্ধ টয় ট্রেন পরিষেবা

উত্তর থেকে দক্ষিণ, ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ফের একবার ধস নামল পাহাড়ে । তিনধারিয়ার এবং রংটং এর…

ফের ধসের জেরে বন্ধ টয় ট্রেন পরিষেবা

উত্তর থেকে দক্ষিণ, ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ফের একবার ধস নামল পাহাড়ে । তিনধারিয়ার এবং রংটং এর মধ্যবর্তী এলাকায় ধস নামল শুক্রবার। ধসের জেরে আবারও থমকে গেল খেলনা গাড়ির চাকা ।

এ বিষয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে জানা গিয়েছে , ধস সরিয়ে পাহাড় সমতল সংযোগকারী এনজেপি দার্জিলিং টয়ট্রেন পরিষেবা চালু করতে কমপক্ষে ৯ দিন সময় লাগবে । সেক্ষেত্রে পুজোর মুখেই ফের একবার বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়তে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisements

ধস নামে ৫৫ নম্বর জাতীয় সড়কে । জাতীয় সড়কের বামদিকের একটা অংশ ধসে গিয়ে টয়ট্রেনের লাইনের ওপর পড়েছে । যার জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে টয়ট্রেন লাইন ।