সম্প্রতি জুলাই মাসে শুরু হয়েছে পরিচালক করণ জোহরের টকশো “কফি উইথ করণ” (Coffee with Karan) এ এই বছরের সিজনে। সেখানে বহু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের অতিথি হিসেবে আসতে দেখা গেছে।
এখনও পর্যন্ত এই বছরের সিজনে অতিথি হিসেবে এসেছেন আলিয়া ভাট , রণবীর সিং, দীপিকা পাডুকোন ,সোনাম কাপুর, অর্জুন কাপুর, অনিল কাপুর এদেরকে। তবে এবার বলিপাড়ায় গুঞ্জন যে সম্প্রতি কারণের টকশোতে অতিথি হয়ে আসতে চলেছেন শাহরুখ পত্নী গৌরী খান (Gouri Khan)।
তবে বলি পাড়ায় জল্পনা উঠেছে যে তার সাথে নাকি শাহরুখও (Shah Rukh Khan) অতিথি হয়ে আসছেন।
শাহরুখ পত্নী সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই বলেছেন, তিনি আসছেন কিন্তু শাহরুখ আসছে না। এখানে তিনি আসতে চলেছেন চার তারকা পত্নীর সাথে।
নেটফ্লিক্সের সিরিজ ‘বলিউড ওয়াইভস’-এ চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা পাণ্ডে, সঞ্জয় কপূরের স্ত্রী মহিপ কপূর, সমীর সোনির স্ত্রী তথা অভিনেত্রী নীলম এবং সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা খানকে দেখেছেন দর্শক। এই চার তারকা পত্নীর সঙ্গেই যোগ দিতে চলেছেন শাহরুখ পত্নী কারণে টকশোতে।