জামিন চেয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন পার্থ, কাঁদলেন অর্পিতা

জামিন চেয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। নিয়োগ দুর্নীতির তদন্তে বিপুল কালো টাকা (Black Money) উদ্ধার হয় প্রাক্তন মন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে।…

partha_arest

জামিন চেয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। নিয়োগ দুর্নীতির তদন্তে বিপুল কালো টাকা (Black Money) উদ্ধার হয় প্রাক্তন মন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে। এর পরেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে (ED) ইডি। তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি।

এদিন জেল হেফাজতের মেয়াদ শেষ হয় পার্থ চট্টোপাধ্যায়ের। জামিন চেয়ে আদালতের সামনেই কেঁদে ফেললেন পার্থ ও অর্পিতা। কিন্তু দুই জনকে ফের হেফাজকতে নেওয়ার দাবিতে সরব ইডি। ইডির তরফে জানানো হয়েছে, দুর্নীতির অঙ্কের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। সেই টাকার পরিমাণ বাড়তে পারে। জেলে রেখে তদন্ত করতে হবে।

Advertisements

এদিকে পশ্চিম মেদিনীপুরে চলছে ইডি অভিযান। পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামাঙ্কিত স্কুলে ইডির হানা। স্কুলের প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে। পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের বিপুল বিনিয়োগ নিয়ে সন্দেহ প্রবল।পিংলার বিসিএম স্কুল। যা পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলী চট্টোপাধ্যায় নামাঙ্কিত। পার্থর গ্রেফতারির পর এই স্কুল বন্ধ ছিল।