নবান্ন অভিযানে ‘কপাল ফাটা’ মীনাদেবীকে দেখতে হাসপাতালে সুকান্ত-ফিরহাদ

গতকাল বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি দেখা যায়। ঘটনায় আহত হন ২২ নম্বর ওয়ার্ডে বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। তাঁর সঙ্গে দেখা করতে গেলেন ফিরহাদ…

নবান্ন অভিযানে ‘কপাল ফাটা’ মীনাদেবীকে দেখতে হাসপাতালে সুকান্ত-ফিরহাদ

গতকাল বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি দেখা যায়। ঘটনায় আহত হন ২২ নম্বর ওয়ার্ডে বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। তাঁর সঙ্গে দেখা করতে গেলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এরপর মীনাদেবী পুরোহিতের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

Advertisements

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, তিনিই মাথায় আঘাত বড়বাজারের বিশুদ্ধানন্দ হাসপাতালে ভর্তি রাজনৈতিক রঙ না দেখেই উপস্থিত হয়েছেন তিনি। বহুদিনের সম্পর্কের কারণে উপস্থিত হয়েছেন, একথা জানালেন ফিরহাদ। মানবিকতা রয়েছেন একথা জানালেন বিজেপি কাউন্সিলর।

Advertisements
   

এদিন বিজেপি কাউন্সিলরের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন, ওনার মাথায় একটা চোট রয়েছে। সিটি স্ক্যান করা হবে। কলকাতা পুরসভার পক্ষ থেকে আমরা আছি। যদি ভালো হাসপাতালে ভর্তি করাতে হয়, তাহলে আমরা রয়েছি। তিনি আরও বলেন, আমি একজন অসুস্থ মানুষকে দেখতে এসেছি। সুস্থ কামনার জন্য এসেছি। মুখ্যমন্ত্রীকেও বলেছি। উনিও দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এরপরেই মীনাদেবী পুরোহিতের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, আগামী দিনে আবার নবান্ন অভিযান হবে। দল পাশে রয়েছে। এদিন শুধুমাত্র মীনাদেবী নয়, অন্যান্য আহত কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি।