দশহরা আগেই DA বাড়াতে পারে কেন্দ্র

গোটা দেশজুড়ে বর্তমানে উৎসবের মরসুম চলছে। এরই মধ্যে মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা খুব শীঘ্রই সুখবর পেতে…

দশহরা আগেই DA বাড়াতে পারে কেন্দ্র

গোটা দেশজুড়ে বর্তমানে উৎসবের মরসুম চলছে। এরই মধ্যে মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা খুব শীঘ্রই সুখবর পেতে চলেছেন। কেন্দ্রীয় সরকার, যারা এখনও ডিএ (DA) বৃদ্ধি নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে দশেরার আগে একটি ঘোষণা করতে পারে।

Advertisements

এক রিপোর্ট অনুযায়ী, নবরাত্রির শুভ উপলক্ষে মোদী সরকার তাদের কর্মী ও পেনশনভোগীদের বড় উপহার দিতে পারে। কেন্দ্রীয় সরকার প্রতি ৬ মাস অন্তর ডিএ বাড়ানোর কথা ঘোষণা করে, যা মুদ্রাস্ফীতির তুলনায় পেনশনভোগীদের পেনশনভোগীদের স্বস্তি দিতে বাড়ানো হয়। মনে করা হচ্ছে, আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত হতে চলা মন্ত্রিসভার আসন্ন বৈঠকেই ডিএ নিয়ে সিলমোহর পড়তে পারে।

   

সূত্রের খবর, খুচরো মুদ্রাস্ফীতির যে হার বেশি, তাতে এ বার মুদ্রাস্ফীতি ভাতা ৪ শতাংশ বাড়াতে পারে সরকার। এর পর ডিএ বেড়ে হবে ৩৮ শতাংশ। এর আগে ২০২২ সালের মার্চ মাসে সরকার ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিল, তারপর তা ৩ শতাংশ বাড়ানো হয়। এর পর ৩১ শতাংশ থেকে বাড়িয়ে ৩৪ শতাংশ করা হয় ডিএ। এ বার চড়া মুদ্রাস্ফীতির হারের কারণে ডিএ-ও আরও বাড়তে পারে।

Advertisements

সরকার যদি সেপ্টেম্বরে ডিএ বাড়ানোর কথা ঘোষণা করে, তবে সম্ভবত অক্টোবরে আসা বেতনে এই পরিমাণ বৃদ্ধি পাবে, বাকি মাসের জন্য বকেয়া পরিশোধ করা হবে। এর ফলে ৪৭ লক্ষ কেন্দ্রীয় কর্মী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। কর্মীদের বেতনক্রম অনুযায়ী ডিএ বাড়ানো হয়। মূল বেতন যত বেশি হবে, তার মহার্ঘ ভাতা তত বাড়বে।