মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan Sporting Club) চলতি ডুরান্ড কাপে (Durand Cup) দুরন্ত পারফরম্যান্সের জোরে সেমিফাইনালে। টুর্নামেন্ট শুরুর সময় থেকেই সাদা কালো শিবিরের ঘোড়াকে থামানোর হিম্মত দেখাতে গিয়ে খড়কুঁটোর মতো উড়ে গিয়েছে প্রতিপক্ষ গ্রুপ ‘এ’ এফসি গোয়া, জামশেদপুর এফসি, বেঙ্গালুরু এফসি। এরমধ্যে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে মহামেডান কোচ আন্দ্রে চেরনশিভের ছেলেরা। কেরালা ব্লাস্টার্সকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে ব্ল্যাক প্যাহ্নর্সরা।
চারদিন আগে দলের অনুশীলনে যোগ দিয়ে আবিওলা দাউদার জোড়া গোলে ডুরান্ড কাপের নক আউটে স্টেজে জয় ছিনিয়ে আনা সঙ্গে সেখ ফৈয়াজের এক গোল। এমন অশ্বমেধের ঘোড়ার দৌড় দেখার জন্য শনিবার থেকে সেমিফাইনাল ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে।টাইটেলশিপের দুই সেমিফাইনাল ম্যাচ যা, ১৪,১৫ সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে আর ডুরান্ড কাপ ফাইনালের টিকিটও পাওয়া যাবে অনলাইনে।
Online tickets available on @bookmyshow 🎟️🎫#DurandCup 🏆#IndianOilDurandCup 🏆#DurandCup2022 🏆#131stIndianOilDurandCup 🏆#IndianFootballForwardTogether 🤝#IndianFootball ⚽ pic.twitter.com/kqf65BKdfJ
— Durand Cup (@thedurandcup) September 10, 2022
ফাইনাল খেলা হবে ১৮ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ইতিমধ্যেই সাদা কালো শিবিরের সমর্থকদের মধ্যে সেমিফাইনাল ম্যাচের টিকিট নিয়ে কৌতুহল তুঙ্গে। অফলাইনে টিকিট কবে থেকে দেওয়া হবে তা পরিষ্কার না হলেও অনলাইন টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে এটাই সুখবর মহামেডান সমর্থকদের কাছে।