Heavy rainfall: পুজো শপিংয়ে জল ঢালবে মেঘাসুর, ভারী বর্ষণে বিপর্যয় আশঙ্কা

হাতেগোনা আর মাত্র কয়েক ঘণ্টা, আর তারপরেই ঝেঁপে বৃষ্টি (Heavy rainfall) নামতে চলেছে দক্ষিণবঙ্গজুড়ে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে আপনারও যদি পুজোর শপিং করার…

হাতেগোনা আর মাত্র কয়েক ঘণ্টা, আর তারপরেই ঝেঁপে বৃষ্টি (Heavy rainfall) নামতে চলেছে দক্ষিণবঙ্গজুড়ে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ফলে আপনারও যদি পুজোর শপিং করার পরিকল্পনা থাকে তাহলে আপাতত সেই ইচ্ছায় হয়তো জল ঢেলে দিতে পারে এই বৃষ্টির পূর্বাভাস। হাওয়া মোরগের তরফে এমনিতেই জানানো হয়েছে,
শনিবার থেকেই তুমুল বদল হবে আবহাওয়াতে। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। 

   

এছাড়া রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়।

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। আর তার জেরে ৩-৪ দিন ধরে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এদিকে শনিবার ষাঁড়াষাঁড়ির বান নিয়ে আতঙ্কে উপকূলের দুই জেলা (Costal Districts) পূর্ব মেদিনপুর ও দক্ষিণ ২৪ পরগনার সাগর তীরবর্তী এলাকাবাসী। সতর্কতা জারি হয়েছে।