সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নব নির্বাচিত সভাপতি কল্যাণ চৌবে এবং মহাসচিব শাজি প্রভাকরণ কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের আমন্ত্রণ পেয়েছেন।
AIFF সভাপতি কল্যাণ চৌবে ভারতীয় ফুটবলের সামগ্রিক মানোন্নয়নের লক্ষ্যে কলকাতায় সাংবাদিক বৈঠকে একগুচ্ছ পরিকল্পনার কথা সংবাদমাধ্যমের কাছে রেখেছিলেন। বি শ্বস্ত সূত্রে খবর, AIFF সভাপতি কল্যাণ চৌবে এবং ফেডারেশনের সেক্রেটারি- জেনারেল শাজি প্রভাকরণ দোহায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনোর সাথে আলোচনা করবেন। তারা কাতার ফুটবল এসোসিয়েশনের (QFA) সভাপতি হামাদ বিন খলিফা বিন আহমাদ আল থানির সাথেও বৈঠক করবেন।
জানা গিয়েছে, শুক্রবার লুসাইল স্টেডিয়ামে সৌদি চ্যাম্পিয়ন আল হিলাল এসএফসি এবং মিশরের জামালেক এসসির মধ্যে খেলা দেখার জন্য কাতার এফএ ভারতীয় ফুটবল ফেডারেশনের এই জুটিকে আমন্ত্রণ জানিয়েছে।