আগের কথা মতই ঘোষণা করা হলো আইফোনের নতুন সিরিজ ‘আইফোন-১৪’। প্রতি বছর সেপ্টেম্বর মাসেই ঘোষণা আসে করা হয় আইফোনের। এবারও তার ব্যতিক্রম হলো না। সব জল্পনা-কল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার রাত ১২ টার পরই আইফোনের নতুন সিরিজ সামনে এনেছে টেক জায়ান্ট অ্যাপল (Apple)। এর সাথে ওয়াচ সিরিজ ৮ যাতে রয়েছে তাপমাত্রা মাপার সেন্সর ।
অ্যাপলের সদর দফতরের স্টিভ জবস থিয়েটারে বুধবার সকাল ১০টায় একটি লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী অ্যাপলপ্রেমীদের কথা মাথায় রেখে পুরো ইভেন্টটি সরাসরি অ্যাপলের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত করা হয়।
কোম্পানি এদিন অ্যাপল ওয়াচ সিরিজ ৮ এর দুটি সংস্করণ বের করেছে। এরমধ্যে একটি অ্যাপল ওয়াচ এসই অপরটি অ্যাপল ওয়াচ আল্ট্রা। অ্যাপল ওয়াচ এসই আগের স্মার্টওয়াচ সংস্করণের চেয়ে অনেক বেশি টেকসই। এতে শরীরের তাপমাত্রা মাপার সুবিধা থাকবে। এটির রঙ হবে কালো, সোনালি, ধূসর ও লাল। এবং এতে ইমার্জেন্সি এসওএস এবং ক্র্যাশ ডিটেকশন ফিচার আছে। একবারের চার্জে ১৮ ঘণ্টা চলবে নতুন অ্যাপল ওয়াচ। কিন্তু ‘লো পাওয়ার মোড’ চালু করে তা ৩৬ ঘণ্টা পর্যন্ত চালানো যাবে।
অ্যালুমিনিয়ামের তৈরি মডেলটির দাম শুরু হবে ৩৯৯ মার্কিন ডলার থেকে আর সেলুলার সংযোগযুক্ত সংস্করণগুলোর দাম শুরু হবে ৪৯৯ মার্কিন ডলার থেকে। এটি প্রিঅর্ডার করা যাবে ৭ সেপ্টেম্বর থেকে। আর কিনতে পাওয়া যাবে ১৬ সেপ্টেম্বর থেকে।
এবং এটি জলের ১৩০ ফুট নিচেও চলবে অ্যাপল ওয়াচ আল্ট্রা। ডাইভ ওয়াচ হিসেবে কাজ করবে ডিভাইসটি। এটিতে আছে নতুন অ্যাকশন বাটন। একবারের চার্জ দিলে এটি বলবে ৩৬ ঘণ্টা। রাতের জন্য আছে নাইট মোড।
অ্যাপল ওয়াচ আল্ট্রাকে বাজারের সেরা স্পোর্টস ওয়াচ হিসেবে উপস্থাপন করছে অ্যাপল। জিপিএস সিগনালের বাধা বিপত্তি এড়াতে ডুয়াল ফ্রিকোয়েন্সির জিপিএস ফিচার রাখা হয়েছে। হারিয়ে গেলেও ফিরে আসার পথ খুঁজে দেবে আল্ট্রার জিপিএস। এটিরও প্রিঅর্ডার করা যাবে ৭ সেপ্টেম্বর থেকে এবং ২৩ সেপ্টেম্বর থেকে এটি বাজারে পাওয়া যাবে।