Birbhum: অনুব্রত ঘনিষ্ঠদের টাকা লেনদেনের হদিস পেতে ব্যাংক কর্মীদের জিজ্ঞাসাবাদ

গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে কবে কত টাকা লেনদেন হয়েছে জানার চেষ্টা করছে সিবিআই। বৃহস্পতিবার একটি বেসরকারি ব্যাঙ্কের বোলপুর…

anubrata mondal

গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে কবে কত টাকা লেনদেন হয়েছে জানার চেষ্টা করছে সিবিআই। বৃহস্পতিবার একটি বেসরকারি ব্যাঙ্কের বোলপুর শাখার দুই আধিকারিককে তলব করে সব জানতে চায় সিবিআই। বীরভূম (Birbhum) জুড়ে নতুন করে তল্লাশি হবে বলেই জানা যাচ্ছে।

শান্তিনিকেতনের রতন কুঠিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয় সশ্লিষ্ট ব্যাংক আধিকারিকদের। তাদের কাছে জানতে চাওয়া হয় সন্দেহভাজন ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে বছরে কত টাকা লেনদেন হয়েছে। অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর সিবিআইয়ের নজরে ছিল টিম অনুব্রত মণ্ডলের সম্পত্তির হিসেব। তাই একাধিকবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আধিকারিকদের তলব করেছে সিবিআই।

   

গোরু পাচার মামলায় তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের ১৫০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছিল সিবিআই। আরও বিপুল সম্পত্তির হদিস পাচ্ছে সিবিআই।

গোরু পাচার মামলায় ১৪ দিনের জেল হেফাজত হয়েছে অনুব্রতর। ২১ সেপ্টেম্বর অবধি জেল হেফাজতে থাকতে হবে তাঁকে। গত ১১ অগাস্ট তাকে গ্রেফতার করেছিল সিবিআই। বীরভূম জেলা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলে রেখে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।

Advertisements