বাংলা চলচ্চিত্র জগতে সবসময় চর্চার প্রথম সারিতে থাকেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। তিনি তার সোশ্যাল মিডিয়া সাইটে সব সময় খুব একটিভ থাকেন। সারাদিনে একাধিক ছবি ভিডিও পোস্ট করেন ভক্তদের জন্য। সেইভাবে অভিনেত্রী তার স্বামী অভিনেতা যশ দাশগুপ্তর (Yash Dasgupta) সাথে ছুটি কাটাচ্ছেন থাইল্যান্ডে (Thailand)। সেখান থেকেই বেশ কয়েকদিন ধরে একাধিক ছবি শেয়ার করছেন অভিনেত্রী।
অভিনেত্রী একাধিক ছবি নেট মাধ্যমে শেয়ার করেছেন । কোথাও তাকে দেখা যাচ্ছে নীল বিকিনিতে সমুদ্র পাড়ে বসে থাকতে আবার কোথাও গোলাপী ক্রপ টপ পরে হোটেলের টেবিলে। তবে গতকাল তারা দুজনেই শেয়ার করেছেন কিছু পশুদের সাথে ছবি। ছবিতে তারা দুজনে একে অপরের সঙ্গে রঙের মিল করে জামা পড়েছে। এবং তারা বাঘ, হাতি, চিতা প্রভিতির সাথে ছবি তুলে নেয় মাধ্যমে শেয়ার করেছেন। একটি ছবিতে তাদের দুজনকে একসাথে হাতির পিঠে চেপে সাফারিও করতে দেখা গেছে। এখানে বলা যেতেই পারে পুজোর আগে ফুরফুরে মেজাজে তারা দুজন থাইল্যান্ড ঘুরছেন।