বিনয় মিশ্রর সঙ্গে কার যোগ রয়েছে? শুভেন্দু বনাম অভিষেক দ্বন্দ্বের নতুন অধ্যায় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। শুভেন্দু অধিকারির (Suvendu Adhikari) বক্তব্য বিনয় মিশ্রর সঙ্গে যোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)৷ পাল্টা অভিষেকের দাবি ফেরার হওয়ার পর বিনয় মিশ্র কথা বলেন শুভেন্দুর সঙ্গে। সেই অডিও কল প্রকাশ্যে আনার দাবিও তুলেছেন অভিষেক৷
মঙ্গলবার এই ঘটনায় নতুন মাত্রা যোগ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ৷ তিনি বলেন,২০২১ সালের ২১ এবং ২২ সেপ্টেম্বর সন্ধে ছ’টা থেকে সাতটা পর্যন্ত নিজাম প্যালেসে বিনয় মিশ্রর ঘনিষ্ঠ আত্মীয়র সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। বিনয় মিশ্রের ওই আত্মীয়ের সঙ্গে শুভেন্দুর মোবাইলের টাওয়ার লোকেশন মিলিয়ে দেখুক তদন্তকারী সংস্থা দাবি কুণালের। পাশাপাশি, বিনয়ের সঙ্গে শুভেন্দুর কথোপকথনের অডিও আদালতে পেশ করার হুঁশিয়ারিও দেন তিনি।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল মুখপাত্র কুণাল দাবি করেন, নিখোঁজ বিনয় মিশ্রের সঙ্গে সম্প্রতি ফোনে কথা হয়েছে শুভেন্দুর। সরারি নন্দীগ্রামের বিধায়কের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে কুণাল ঘোষ বলেন, কথায় কথায় মানহানির মামলা করেন শুভেন্দু, আইনজীবীর চিঠি পাঠান। অভিষেকের অভিযোগ যদি মিথ্যে হয় তাহলে কেন মানহানির মামলা করলেন না? শুভেন্দু মামলা করলে অডিও ক্লিপটি আদালতে পেশ করবেন অভিষেক। এমনকি বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দুর জিজ্ঞাসাবাদ নিয়ে জিজ্ঞাসার কথাও জানিয়েছেন কুণাল।
এবার কুণাল ও অভিষেককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অডিও ক্লিপ নিয়ে মানহানির মামলা তখনই করব যখন আমার নম্বর প্রকাশ করবে। আপনার গলাও আমি প্রফেশনাল মিমিক্রি দিয়ে নকল করতে পারি। আমি তো চ্যালেঞ্জ করেছি, যে ফোন নম্বর প্রকাশ করতে হবে।
তাঁর কথায়, ফোন নম্বর প্রকাশ করলে নিশ্চিতভাবে আমি ব্যাখ্যা দেব অথবা মানহানির মামলা করবো। ফোনটা তো আসবে আমার ফোনে। বা আমার ফোন থেকে কথা হবে। ফোন নম্বর দিতে হবে। আমি ওপেন চ্যালেঞ্জ করেছি। শুভেন্দুর এই মন্তব্য তোলপাড় করেছে রাজ্য রাজনীতি৷