Indian Idol: একের পর এক বঙ্গতনয়াদের কন্ঠে মুগ্ধ বিচারকরা

এ বছরের ইন্ডিয়ান আইডলের (Indian Idol) ১৩ তম সিজন খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এই শোতে এবার দেখা যাবে একাধিক বাংলার প্রতিযোগীদের। বঙ্গের কাছে তারা…

indian-idol-13-season

এ বছরের ইন্ডিয়ান আইডলের (Indian Idol) ১৩ তম সিজন খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এই শোতে এবার দেখা যাবে একাধিক বাংলার প্রতিযোগীদের। বঙ্গের কাছে তারা প্রত্যেকেই পরিচিত মুখ। এবার গোটা দেশের কাছে পরিচিত হতে চলেছে তারা।

Advertisements

এই প্রতিযোগীদের মধ্যে রয়েছে জি বাংলার সারেগামাপা ২০২১-র ‘কালিকাপ্রসাদ স্মৃতি পুরস্কার’ ও ‘ভিউয়ার্স চয়েস পুরস্কার’ জেতা অনুষ্কা পাত্র থাকছে সুপার সিঙ্গারের বিজয়ী সঞ্চারী সেনগুপ্ত এবং জি বাংলা সারেগামাপা-এর ফাইনালিস্ট বিদিপ্তা চক্রবর্তী । পাশাপাশি টলিউডের এক অভিনেত্রী এবং গায়িকা শীর্ষা রক্ষিত ও অংশ নেবেন এবারের ইন্ডিয়ান আইডলের মঞ্চে।

   

তাদের প্রত্যেকের কন্ঠে মুগ্ধ হয়েছে ইন্ডিয়ান আইডলের বিচারক তথা বিশাল দাদলানী , হিমেশ রেশমিয়া এবং নেহা কাক্কারের মত সংগীত মহারথিরা।
প্রসঙ্গত গত বছর ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিচারকসহ গোটা ভারতবর্ষের মন জয় করেছেন এক বঙ্গতনয়া।সে হলো উত্তর ২৪ পরগনার বনগাঁর অরুণিতা কাঞ্জিলাল। যে গত বছর ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় স্থান অধিকার করেছিল।

Advertisements

এই বছর দেশের এত বড় সংগীত প্রতিযোগিতার মঞ্চে বঙ্গতনয়াদের এত সুন্দর গান বাংলার মানুষকে মুগ্ধ করেছে। তারা আবার অরুণিতার মতোই এই মঞ্চে কোন বঙ্গতনয়াকে প্রতিষ্ঠিত হতে দেখতে চান।