Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তির হিসেব চাইল হাইকোর্ট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরিবারের সম্পত্তির (Assets) পরিমাণ নিয়ে জনস্বার্থ মামলায় আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। যাঁদের বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগ…

Mamata Banerjee

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরিবারের সম্পত্তির (Assets) পরিমাণ নিয়ে জনস্বার্থ মামলায় আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। যাঁদের বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগ উঠেছে, তাঁদেরকে হলফনামা জমা দিতে হবে সাফ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Advertisements

তবে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, ছয় বোন দুই ভাই আমরা। আমরা সবাই নিজের নিজের। আমার কাছে মা ছিল। শুধুমাত্র উৎসবে এক হই।

   

মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তি নিয়ে বারবার বিতর্ক উঠেছে। অভিযোগ, মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা বিপুল সম্পত্তির মালিক। অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। সেই মামলায় আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট।

হাইকোর্ট জানিয়েছে, যাঁদের বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগ উঠেছে, তাঁদেরকে হলফনামা জমা দিতে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, দুই সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা দিতে হবে মামলাকারীকে। আগামী ২৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

Advertisements

মামলাকারী আইনজীবীর বক্তব্য, একসময় বলেছিলেন, সারদার সব টাকা রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছে। সেই টাকাই বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। মামলার আবেদনে দুটি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে। বিপুল টাকার সম্পত্তি জলের দামে কিনছে বলে অভিযোগ আইনজীবীর।

এই মামলাতেই মুখ্যমন্ত্রী মমতার পরিবারের সদস্যদের নাম আছে। কার্তিক বন্দ্যোপাধ্যায়, বাবুন বন্দ্যোপাধ্যায়, কাজরী বন্দ্যোপাধ্যায়দের নাম যুক্ত করা হয়েছে। মামলার আবেদনে বলা হয়েছে ইডি,সিবিআই ও আয়কর বিভাগ দিয়ে তদন্ত করানো হোক।