Debadrita Bosu: আবার ছোটপর্দায় ফিরছেন দেবাদৃতা বসু

আবারো টিভির পর্দায় দেখা যেতে চলেছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবাদৃতা বসু (Debadrita Bosu)-কে। সম্প্রতিকালে জনপ্রিয় অভিনেত্রীদের নাম উঠে এলে তার নামটাও উঠে আসে বাংলা…

Debadrita Bosu: আবার ছোটপর্দায় ফিরছেন দেবাদৃতা বসু

আবারো টিভির পর্দায় দেখা যেতে চলেছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবাদৃতা বসু (Debadrita Bosu)-কে। সম্প্রতিকালে জনপ্রিয় অভিনেত্রীদের নাম উঠে এলে তার নামটাও উঠে আসে বাংলা টেলিভিশন জগতের দর্শকের মুখে। তার ভক্ত সংখ্যা নেহাত কিছু কম না।

Advertisements

টেলিভিশন জগতে আসার পর স্টার জলসা,জি বাংলার মতো প্রথমসারির চ্যানেলগুলিতে তিনি বেশ কয়েকটা জনপ্রিয় ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন। যেমন জি বাংলার “জয়ী” সিরিয়ালে মুখ্য চরিত্র জয়ীতে দেখা গেছিল তাকে। এছাড়া “আলো ছায়া” ধারাবাহিকে “আলো” এবং স্টার জলসার “শ্রী কৃষ্ণ ভক্ত মীরা” তে তাকে মীরবাইয়ের চরিত্রে দেখতে পাওয়া গেছে।

   

বেশ কয়েক মাস হলো “শ্রী কৃষ্ণ ভক্ত মীরা” সিরিয়ালটি শেষ হয়েছে। তারপর থেকে আর কোন ধারাবাহিকে দেখতে পাওয়া যায়নি এই অভিনেত্রীকে।
তবে এবার জি বাংলা বা স্টার জলসা নয় সান বাংলার একটি নতুন ধারাবাহিকের নায়িকার চরিত্রে দেখতে পাওয়া যাবে দেবাদৃতাকে, তার বিপরীতে রয়েছে জন ভট্টাচার্য। প্রসঙ্গত জন ভট্টাচার্য কিছুদিন আগেই মিঠাইতে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করছিলেন। সেখানে তার চরিত্রটির মৃত্যু ঘটে।

Advertisements

এবার কয়েকদিন আগে সান বাংলা চ্যানেলটিতে একটু নতুন সিরিয়ালের প্রমো দেখতে পাওয়া যায়। যেখানে সিরিয়ালটির নাম “আলোর ঠিকানা’ (Alor Thikana) যেখানে আলোর চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রমোটি দেখে যতটুকু বোঝা যাচ্ছে একজন মেধাবী ছাত্রীর রূপে দেখতে পাওয়া যাবে তাকে। সাধারণত তার ভক্তরা খুবই আগ্রহী তাকে এই চরিত্রটিতে দেখার জন্য।