চলতি ডুরান্ড কাপ টুর্নামেন্টে কলকাতার মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan SC) অশ্বমেধ ঘোড়া ছুটেই চলেছে। টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখেছে আন্দ্রে চেরনশিভের ছেলেরা। তবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে নামার আগে সতর্ক সাদা কালো শিবির। শুক্রবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্দ্রে চেরনশিভের ছেলেরা মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি’র।
এই ম্যাচ নিয়ে এদিন মহামেডান স্পোটিং ক্লাব টুইট পোস্ট করেছে, 🏴 𝑴𝒂𝒕𝒄𝒉𝒅𝒂𝒚 🏳️
গ্রুপ 🅰️ 🔝 স্পট যুদ্ধের জন্য প্রস্তুত হন.
ডুরান্ড কাপ | গ্রুপ পর্যায় 🏆| রাউন্ড 4️⃣
⚔️ : মহামেডান এসসি বনাম বেঙ্গালুরু এফসি
🗓: ২রা সেপ্টেম্বর, ২০২২
🕖: সন্ধ্যা ৬টা (IST)
🏟 : ভিওয়াইবিকে, কলকাতা
গ্রুপ ‘এ’ টপার মহামেডান স্পোটিং ক্লাব ইতিমধ্যেই টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল অর্থাৎ নক আউট স্টেজে চলে গিয়েছে। জয়ের হ্যাটট্রিকে ব্ল্যাক প্যাহ্নর্সরা টগবগ করে ফুটছে। গ্রুপের শেষ ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মহামেডানের। জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর
মার্কাস জোসেফ, ওসমানে,ফজলুরা।
নিজেদের তৃতীয় ম্যাচে মহামেডান ক্লাব ২-০ গোলে জেতে ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে। এই ম্যাচের দ্বিতীয়ার্ধে বিমান বাহিনীর বিরুদ্ধে গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি রাহুল পাসওয়ান। দু’বার গোলের সুযোগ হেলায় হারিয়ে ফেলে রাহুল। তাই বিএফসির মতো দলে যেখানে রয় কৃষ্ণ, সুনীল ছেত্রীর মতো তারকা ম্যাচ উইনার রয়েছে সেখানে চলতি ডুরান্ড কাপের গ্রুপ ম্যাচে জয়ের হ্যাটট্রিক গা ভাসাতে নারাজ সাদা কালো থিঙ্ক ট্যাঙ্ক। গ্রুপ পর্যায়ে অপরাজিত তকমা জার্সিতে সেটে নক আউটে যাওয়াই লক্ষ্য ব্ল্যাক প্যাহ্নর্সদের।