কলকাতায় আসার পর অস্ট্রেলিয়া রক্ষণ ভাগের ফুটবলার এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) ব্রেন্ডন হামিলের (Brendan Hamill) ইতিমধ্যে সপ্তাহ দুয়েক কেটে গিয়েছে৷ কিন্তু ম্যাচ তো দুরের কথা, এখনও ঠিকঠাক অনুশীলনে মন দিতে পারছেন না এই ফুটবলার।
ইতিমধ্যে ডুরান্ডের একটি ম্যাচে ফ্লোরেন্তিন পোগবা’কে তুলে তাকে নামালেও বিশেষ কিছু করে উঠতে পারেননি। এমনকি অনুশীলনেও ঠিকঠাক মন বসাতে পারছেন না এই ফুটবলার।
সেই ম্যাচে হামিল’কে নামানোর পর হামিলের নেতৃত্বাধীন সবুজ মেরূন ডিফেন্স দুই গোল হজম করে বসেন।এমনকি এরপর এই অস্ট্রেলিয়ার ফুটবলার প্রাক্টিসেও ঠিকঠাক মন বসাতে পারছেন না ।
কিন্তু কোন কারণে এতো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন । সূত্রের খবর অনুযায়ী কলকাতার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারছেন না এই ফুটবলার । যা খাচ্ছেন হজম হচ্ছে না, ঠিক ঠাক ঘুম হচ্ছে না । সারক্ষণ একটা অস্বস্তি কাজ করছে তার মধ্যে । তবে এখন সমস্যা হলেও পরবর্তী সময়ে নিজেকে আস্তে আস্তে মানিয়ে নিতে শুরু করবেন তিনি এমনটাই শোনা যাচ্ছে , কারণ একবছর আগে জনি কাউকো ঠিক এই এক’ই সমস্যায় ভুগেছিলেন । ভারতের জলবায়ু’র সাথে কিছু’তেই মানিয়ে নিতে পারছিলেন না ফিনল্যান্ডের এই ইউরো কাপার। তাই সময় লাগলেও পরবর্তী সময়ে হামিল কলকাতার ময়দানে নিজেকে মানিয়ে নেবেন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা ।