দিলীপ ওঁরাও’কে দলে নিল গোকুলাম কেরালা

আইলিগ জয়ী দল গোঁকুলাম কেরালায় সুযোগ পেলেন বাংলার দিলীপ ওঁরাও (Dilip Oraon)। দীলিপ হলেন সংশ্লিষ্ট ক্লাবের ইতিহাসে প্রথম ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আনা ফুটবলার ।…

Dilip Oraon

আইলিগ জয়ী দল গোঁকুলাম কেরালায় সুযোগ পেলেন বাংলার দিলীপ ওঁরাও (Dilip Oraon)। দীলিপ হলেন সংশ্লিষ্ট ক্লাবের ইতিহাসে প্রথম ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আনা ফুটবলার । খুব শীঘ্র’ই সরকারি ভাবে তার নাম ঘোষণা করা হবে ক্লাবের তরফে ।

ইস্টবেঙ্গলের অনূর্ধ – ১৬ দলের হয়ে খেলা শুরু করেছিলেন দীলিপ । ২০১৯ সালে তিনি নবাব ভট্টাচার্যের নজরে আসেন, তিনি তাকে নিয়ে আসেন ইউনাইটেড স্পোর্টসে । মূলত লেফট উইংগার হিসেবে খেললেও রাইট উইংগার হিসেবে’ও বেশ ভালো খেলেন তিনি ।

   

এবছর বাংলার সন্তোষ ট্রফির স্কোয়াডেও ছিলেন দীলিপ । টিমকে ফাইনালে তুলে নিয়ে যেতে অত‍্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ‌। সন্তোষে ভালো পারফরম্যান্স দিয়ে তিনি এবং মহিতোষ রায় খবরের শিরোনামে উঠে আসেন ।

চোরা দৌড় আছে এই ফুটবলারের মধ‍্যে,ড্রিবলটাও বেশ ভালো করেন । উইং থেকে বাড়ানো তার বিধ্বংসী পাস গুলো বিপক্ষের ডিফেন্স’কে চিন্তায় ফেলে দেয় । দুর পাল্লার শট নিতেও দারুণ পারেন । পজিশন এবং পাসের উপর পরিশ্রম করলে পরবর্তী সময়ে জাতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারে এই ফুটবলার ।