পুলিশের ঘেরাটোপে অনুব্রতর দাবি, ‘ব্যাপক হবে পঞ্চায়েত ভোট’

গোরু পাচার মামলায় আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় হাজিরার আগে পঞ্চায়েত ভোট নিয়ে বার্তা তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের…

anubrata mondal

গোরু পাচার মামলায় আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় হাজিরার আগে পঞ্চায়েত ভোট নিয়ে বার্তা তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)।

সিবিআই হেফাজতে দফায় দফায় জেরা চলছে অনুব্রতর। মঙ্গলকোটে একটি বিস্ফোরণ মামলায় অনুব্রতকে বিধাননগর আদালতে হাজিরা দিতে হয়। 

উল্লেখ্য, ২০১০ সালে মঙ্গলকোটে বিস্ফোরণ হয়। সেই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। বিস্ফোরণ মামলার চার্জশিটে নাম রয়েছে অনুব্রত মণ্ডল ও কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজের। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানান, “অনুব্রতর বিরুদ্ধে একটা প্রডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়। MP, MLA কোর্ট থেকে। সেখানে.. পুরনো একটি মামলাতে উনি সেখানে অভিযুক্ত। সেই মামলার নিষ্পত্তির জন্য ওঁর হাজিরা প্রয়োজন। তাই জন্য প্রডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়। সেই প্রডাকশন ওয়ারেন্টের সূত্রেই ওঁকে হয়ত কালকে প্রডিউস করা হতে পারে।”

এবার এই মামলাতেই আজ সল্টলেকের ময়ূখ ভবনে এমপি-এমএলএ আদালতে তোলা হবে কেষ্টকে। অন্যদিকে, বিধাননগর আদালতের উদ্দেশে রওনা দেওয়ার আগেই অনুব্রত মণ্ডলকে গরু চোর বলে কটাক্ষ।