Weather: শুকনো দক্ষিণ, ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে

দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও বুধবার দুপুর থেকে তুমুল বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গজুড়ে। শিলিগুড়িতে ভারী বৃষ্টির কারণে একাধিক এলাকায় হাঁটু অবধি জল জমে গিয়েছে। এদিকে বৃহস্পতিবার…

Weather: শুকনো দক্ষিণ, ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে

দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও বুধবার দুপুর থেকে তুমুল বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গজুড়ে। শিলিগুড়িতে ভারী বৃষ্টির কারণে একাধিক এলাকায় হাঁটু অবধি জল জমে গিয়েছে। এদিকে বৃহস্পতিবার তৃণমূলের মহামিছিল রয়েছে কলকাতায়। এরই মধ্যে আজ শহরের আবহাওয়া (Weather) কেমন থাকবে জানেন? আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার শহর তেমন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

Advertisements

যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া মোড়গ। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

Advertisements
   

যদিও উত্তরবঙ্গবাসী এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছেন না, হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে কয়েক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবারও বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে।