Durand Cup: মুম্বই সিটির বিরুদ্ধে খেলতে নামার আগে বিরাট সমস্যায় জড়াল ইস্টবেঙ্গল

ডার্বি হারের পর ইস্টবেঙ্গলের ডুরান্ডের (Durand Cup) পরবর্তী রাউন্ডে যাওয়া বেশ কঠিন হয়ে পরেছে, সেই কথা বলাই বাহুল‍্য। এবারের ডুরান্ডের আসরে ইস্টবেঙ্গল তাদের গ্রুপ পর্বের…

Emami East Bengal

short-samachar

ডার্বি হারের পর ইস্টবেঙ্গলের ডুরান্ডের (Durand Cup) পরবর্তী রাউন্ডে যাওয়া বেশ কঠিন হয়ে পরেছে, সেই কথা বলাই বাহুল‍্য। এবারের ডুরান্ডের আসরে ইস্টবেঙ্গল তাদের গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে খেলবে মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে।

   

কার্যত মুম্বই ম‍্যাচ এখন ইস্টবেঙ্গলের কাছে সন্মান বাঁচানোর লড়াই। এখন হারানোর কিছু’ই নেই লাল হলুদের, তাই সমর্থক’দের একটা ভালো খেলা উপহার দেওয়াটাই এখন অন‍্যতম লক্ষ‍্য হতে চলেছে স্টিফেন কনস্টানটাইনের দলের।

ডুরান্ডের আসরে অন্তত শেষ ম‍্যাচ থেকে জয় আসুক, নিশ্চিত এমন’ই মানসিকতা’রাখছেন লাল হলুদ কোচ৷ তাই ম‍্যাচে অল আউট যেতে পারেন তিনি। কিন্তু সেই ম‍্যাচের আগে বিরাট চিন্তায় পরেছে লাল হলুদ কোচ কনস্টানটাইন।

শোনা যাচ্ছে শেষ ম‍্যাচে লাল হলুদের হয়ে শেষ ম‍্যাচে নাও খেলতে পারেন ডিফেন্ডার ইভান গঞ্জালেজ। কার্ড সমস্যার জেরে মুম্বইয়ের বিরুদ্ধে ম‍্যাচে খেলতে পারবেন না ইভান। ডার্বিতে কিরিয়াকু এবং ইভান গঞ্জালেজ, দুজনেই দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছিলেন।

চলতি ডুরান্ডের আসরে একটিও ম‍্যাচে হারেনি মুম্বই সিটি এফসি। সেই দলের বিরুদ্ধে স্কোয়াডের অন‍্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার না থাকায়,এখন থেকেই ভীষণ চাপের মুখে পরেছে লাল হলুদ কোচ।