“আয় তবে সহচরী ” সিরিয়াল বন্ধের আসল কারণ কি তবে কনীনিকার অসুস্থতা

স্টার জলসা থেকে জি বাংলা একের পর এক বাংলা সিরিয়াল শেষ হচ্ছে এই দুটি চ্যানেলে। সম্প্রতি মন ফাগুন, খরকুটো ,উমা এইসব জনপ্রিয় সিরিয়ালগুলি শেষ হয়েছে।…

"আয় তবে সহচরী " সিরিয়াল বন্ধের আসল কারণ কি তবে কনীনিকার অসুস্থতা

স্টার জলসা থেকে জি বাংলা একের পর এক বাংলা সিরিয়াল শেষ হচ্ছে এই দুটি চ্যানেলে। সম্প্রতি মন ফাগুন, খরকুটো ,উমা এইসব জনপ্রিয় সিরিয়ালগুলি শেষ হয়েছে। এরমধ্যেই গুঞ্জন উঠেছে টলিপাড়ায় যে এবার শেষ হতে চলেছে “আয় তবে সহচরী”। তবে কি এই সিরিয়াল শেষ হওয়ার নেপথ্যে কারণে রয়েছে মুখ্যচরিত্রে অভিনয় করা কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা!

এই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করা সহচরী অর্থাৎ কনীনিকা বন্দ্যোপাধ্যায় তার অসুস্থতার কারণে বেশ কয়েকদিন আগে চেন্নাইয়ে যান চিকিৎসার জন্য। বেশ কিছুদিন তিনি তার পরিবারের সাথে চেন্নাইতে থাকেন। তার মেরুদন্ডে অস্ত্রোপচার হয় বলেও জানা যায়। তার জন্য সিরিয়ালে তাকে বেশ কিছুদিন দেখা যায়নি। তখন শোনা গিয়েছিল যে তিনি সুস্থ হয়ে আবার সিরিয়ালের কাজে যোগ দেবেন। কিন্তু চ্যানেলে নতুন সিরিয়ালের প্রমো প্রচার হওয়ায় দর্শকদের মধ্যে গুঞ্জন উঠেছে তবে কি এবার শেষ হতে চলেছে “আয় তবে সহচরী”।

Advertisements

তবে কোনিকা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এমন কিছু জানানো হয়নি। সূত্রের খবর অভিনেত্রীর সাথে চ্যানেল যোগাযোগ করা ছিল তখন তিনি জানান তিনি এখনো পুরোপুরি সুস্থ নন কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ যদি চান তিনি এখন থেকে তার শুটিং শুরু করতে পারেন। কিন্তু তারপরেও সিরিয়াল শেষ হওয়ার গুঞ্জন ঠিক কতটা সত্য তা এখনো জানা যায়নি। সিরিয়ালের অন্তিম পর্ব কবে হতে চলেছে তাও এখনো প্রকাশ করেনি চ্যানেল কর্তৃপক্ষ।