Super Sunday: ভারত-পাক বনাম মোহন-ইস্ট! দুবাই থেকে ডুরান্ড, রবিতে ডবল ধামাকা

দিন কয়েক ধরে খবরের কাগজের প্রথম পাতার রাজনৈতিক কুটকচালি শেষ৷ আজ আলোচনা শুরু শেষের পাতা থেকে। রবিবারে (Super Sunday) আজ ডবল ধামাকা।     অনেকটা পুরানো…

Sports News

short-samachar

দিন কয়েক ধরে খবরের কাগজের প্রথম পাতার রাজনৈতিক কুটকচালি শেষ৷ আজ আলোচনা শুরু শেষের পাতা থেকে। রবিবারে (Super Sunday) আজ ডবল ধামাকা।

   

অনেকটা পুরানো দিনে যাত্রাপালার সময় ঢ্যাঁড়া পিটিয়ে প্রচার করা হতো, সেরকমই প্রচার চলছে। এক কাপ চায়ে চুমুক দিয়েই এক মাঝবয়সী ভদ্রলোক বলে উঠলেন “সকাল বেলা বাজার সেরে এসেছি। বাড়িতে বসেই আজ ডবল শো। এক টিকিটে ডবল ধামাকা”। দুবাই থেকে ডুরান্ড, রবিতে ডবল ধামাকা।

এটা যেন গোটা কলকাতার রন্ধ্রে রন্ধ্রে লেগে রয়েছে। উত্তর বনাম দক্ষিণ। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। আবার ক্রিকেট বনাম ফুটবল৷ কে, কটা পাস জোগাড় করতে পারবে? সেটা এখন বড় কথা। মাঠে গিয়ে না হলেও মাঠের চেয়ে কম উত্তাপ বাড়ির এলইডি স্ক্রিনে ধরা পড়ে না। সারারাত ধরে বৃষ্টির পর সকালে মাথার ওপর সাজানো চেইনগুলো ভালোই লাগছে।

আকাশের দিকে তাকিয়ে চা’কাকু বলেই উঠলেন আজ ওয়েদার কেমন থাকবে জানিনা। অনেক কষ্ট করে মুরগির টাকা বাঁচিয়ে বৌকে কিনে দিয়ে এসেছি। বিকেলে দোকান খুলব না আর৷ অথচ রোববারের বিকেলে যে বাঙালি চারটের হুইসেল বাজিয়ে বেরিয়ে পড়ে আড্ডা মারতে, আজ সেই বাঙালি ঘরকুনো হচ্ছে মেগা লড়াইয়ের জন্য!

সম্প্রতি ফিফার কোপে পড়তে হয়েছে ভারতীয় ফুটবলকে। ফুটবল বনাম রাজনীতির দ্বন্দ্ব টানতে গিয়ে অনেকে তুলে আনছেন প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সীর প্রসঙ্গ৷ এমত অবস্থায় কল্যাণ চৌবে বাংলার মাটিতে দীর্ঘদিন ধরে খেললেও, তাঁর রাজনৈতিক যোগসাজশকে আড়াল করা সম্ভব নয়। ফিফার এই বিরাট সিদ্ধান্তের পর ডুরান্ডের মহারণ শুধু মহানগরের উত্তাপ বাড়াচ্ছে না, বরং এটা ভেন্টিলেশনে থাকা ভারতীয় ফুটবলের জন্য অক্সিজেন।