মোহনবাগান ইস্টবেঙ্গল যখন ডুরান্ডের ম্যাচে হাবুডুবু খাচ্ছে তখন মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) দুরন্ত পারফরম্যান্স মেলে ধরছে। প্রথম ম্যাচে এফসি গোয়া তারপর জামশেদপুর এফসিকে খুব সহজেই হারিয়ে দিয়েছে ময়দানের তৃতীয় প্রধান।
দলের পারফরমেন্সে খুশি সাদাকালো সমর্থকরা । অনেকেই মনে করছেন গতবারের মতো এবারও ডুরান্ড ফাইনাল খেলবে মহামেডান স্পোর্টিং । তবে এক্ষুনি ফাইনাল নয়, কোয়ার্টার ফাইনাল যাওয়ার ব্যাপারে আশাবাদী মহামেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস । দলের খেলা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সাদা-কালো সচিব বলেন, ‘ ছেলেরা খুব ভালো ফুটবল খেলছে। পরপর দুটো ম্যাচে ভালো জয় পেয়েছে। আশা করি আমরা তৃতীয় ম্যাচেও জিততে পারব।’
দলে পরবর্তী রাউন্ড বা কোয়ার্টার ফাইনাল প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে দীপেন্দু বলেন, ‘আমি আশাবাদী আমাদের দল কোয়াটার ফাইনাল খেলবে। পরের দুটো ম্যাচ আমরা জিতব, এ ব্যাপারে আমি আশাবাদী।’
অনেকেই বলছেন এফসি গোয়া এবং জামশেদপুর এফসি রিজার্ভ টিম নিয়ে এসেছে বলে মহামেডানের পক্ষে সুবিধা হয়েছে। এটা অবশ্য মানতে চাইছে না দীপেন্দু। তিনি বলেন, ‘ আমরা পরপর দুটো ম্যাচ জিতেছি, এটাই বড় কথা। কারা রিজার্ভ টিম নিয়ে এসেছে সে বিষয়ে দেখতে চায় না।দল ভালো ছন্দে খেলছে। আশা করি ধারাবাহিকতা ধরে রাখতে পারবে আমাদের দল।ভালো খেলে কোয়ার্টারে যাওয়ার ব্যাপারে আশাবাদী আমি।’