ডুরান্ড শেষের আগেই ক্রমশ গোটা টিম গুছিয়ে ফেলছে ইমামি ইস্টবেঙ্গল। দেশি – বিদেশি ফুটবলার সকলেই চুড়ান্ত।এবার কোচিং স্টাফ গড়ে তোলার কাজ সারছে লাল হলুদ ব্রিগেড ।
এবার KeralaBlasters দলের প্রাক্তন Physio Mr. Askar PV এবং ভারতের জাতীয় দলের প্রাক্তন Massuer Mr. Liaqat Ali ইস্ট বেঙ্গল ক্লাবে যোগ দিয়েছেন , এমনটাই শোনা যাচ্ছে । এখনও অবধি ক্লাবের তরফে এই বিষয়ে সরকারি ভাবে কিছু’ই জানানো হয়নি ।
প্রসঙ্গত, ডুরান্ড কাপের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও আটকে গেলো ইস্টবেঙ্গল । লাল হলুদ ব্রিগেড ভারতীয় নৌ বাহিনীর বিরুদ্ধে গোল শূন্য ড্র করেছিল , বৃহস্পতিবার ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে লাল হলুদ আটকে গেছে রাজস্থান ইউনাইটেডের কাছে । অবশ্য প্রকৃত গোল করিয়ে লোকের অভাবে ম্যাচে ভুগছিলো ইস্টবেঙ্গল , না হলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতেই পারতো ।