শুরু হয়ে গিয়েছে মরসুম। ডুরান্ড কাপে নেমেছে দল। এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ইস্টবেঙ্গল (East Bengal)। ক্লাবের সহ-সভাপতির দায়িত্বে শুভাশিস চক্রবর্তী।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার নতুন সহ-সভাপতির নাম ঘোষণা করেছে ইস্টবেঙ্গল ক্লাব। শুভাশিস চক্রবর্তী ডি.টি.ডি.সি’র চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। বিজ্ঞপ্তিতে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে বলা হয়েছে, “চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর শ্রী শুভাশিস চক্রবর্তী ক্লাবের সহ সভাপতি পদে নিযুক্ত হলেন। কার্যকরী কমিটিতে পূর্বে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কর্পোরেট জগতের মানুষদের সংযুক্ত করবো। উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে আমরা শ্রী চক্রবর্তীকে নিযুক্ত করলাম।”
এরপর ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, “ভারতীয় ফুটবলের পালাবদল, আগাম শুভেচ্ছা জানাই যারা আগামী দিনে ভারতীয় ফুটবলের দায়িত্বে আসবেন, সাথে সাথে তাদের কাছে আমাদের কিছু বার্তা পৌঁছতে চাই। বাংলার অনেক খেলোয়াড় যারা দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে গেছেন এবং ভারতীয় ফুটবলের সেবা করেছেন, যেমন, ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, প্রশান্ত ব্যানার্জি এবং আরো অনেকে, তারা ভারতীয় ফুটবল ফেডারেশন বা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে প্রাপ্য সম্মানের থেকে বঞ্চিত। তারা না পেয়েছেন অর্জুন, না পদ্মশ্রী। তাঁদের সম্মান রক্ষার কথা যাতে আগামী দিনে বিবেচিত হয়।”
সেই সঙ্গে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পথ দেখানোর জন্য আহ্বান জানানো হয়েছে ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, প্রশান্ত ব্যানার্জি, কৃষ্ণেন্দু রায়, অতনু ভট্টাচার্য, অলোক মুখার্জি, বিশ্বজিৎ ভট্টাচার্য, বিদেশ বসু, মানস ভট্টাচার্যদের।