Rainfall: বজ্র বিদ্যুৎ সহ কলকাতাজুড়ে বৃষ্টি

সাত সকালেই যেন সন্ধে নেমে এল। মঙ্গলবার সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ কলকাতা শহরজুড়ে বৃষ্টি (Rainfall) নামল। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, আগামী…

Rainfall: বজ্র বিদ্যুৎ সহ কলকাতাজুড়ে বৃষ্টি

সাত সকালেই যেন সন্ধে নেমে এল। মঙ্গলবার সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ কলকাতা শহরজুড়ে বৃষ্টি (Rainfall) নামল।

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, আগামী কয়েকঘন্টা অবিরাম বর্ষণ হবে। শুধু তাই নয়, দক্ষিণ দিনাজপুর, মালদহ, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

এছাড়া দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এছাড়া বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisements

 

এদিকে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) মঙ্গলবার থেকে তামিলনাড়ু এবং সংলগ্ন পুদুচেরির কিছু অঞ্চল এবং পশ্চিমঘাট সংলগ্ন কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। চেন্নাই এবং তার আশেপাশের অঞ্চলে, আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী দুই দিন তাপমাত্রা ৩৬ থেকে ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে আশা করা হচ্ছে।