CFL : কলকাতা ফুটবল লিগে নজর কাড়ছে একাধিক আদিবাসী ফুটবলার

এবারের কলকাতা ফুটবল লিগ (CFL) অন্যান্যবারের তুলনায় একটু আলাদা। রাজ্যের বিভিন্ন মাঠে খেলা হচ্ছে। কলকাতার বাইরেও ফুটবলকে ছড়িয়ে দেওয়ার প্রয়াস। নজর কাড়ছে একাধিক একাধিক ফুটবলার।…

tribal footballers

এবারের কলকাতা ফুটবল লিগ (CFL) অন্যান্যবারের তুলনায় একটু আলাদা। রাজ্যের বিভিন্ন মাঠে খেলা হচ্ছে। কলকাতার বাইরেও ফুটবলকে ছড়িয়ে দেওয়ার প্রয়াস। নজর কাড়ছে একাধিক একাধিক ফুটবলার।

Advertisements

কলকাতা ফুটবল লিগের বিভিন্ন ডিভিশনের ম্যাচ চলছে। ময়দানের চেনা এবং জাতীয় পর্যায়ের তারকা ফুটবলাররা যথারীতি রয়েছেন। সেই সঙ্গে আলাদাভাবে বলতে হয় তৃণমূল স্তর থেকে উঠে আসা খেলোয়াড়দের কথা। এবারে একাধিক আদিবাসী ফুটবলার আলোচনায় রয়েছেন।

   

তারক হেমব্রম, সুব্রত মূর্মুদের কথা ইতিমধ্যে বহু চর্চিত। ইউনাইটেড স্পোর্টসের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলছেন জিতেন মুর্মু। জিতেন অবশ্য কলকাতা ময়দানের পরিচিত মুখ। বড় দলের হয়ে অভিজ্ঞতা রয়েছে। কিন্তু সুব্রত কিংবা তারক এখনও সেই অর্থে তারকা তকমা পাননি। তারকা তকমা পাওয়া সম্ভাবনা রয়েছে।

Advertisements

ইউনাইটেড স্পোর্টসের পাশাপাশি আলাদা করে বলতে হয় হাওড়া ইউনিয়নের কথা। প্রতি ম্যাচে সমান পারফরম্যান্স করতে না পারলেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্লাব কর্তারা ফুটবলার রিক্রুট করেছেন। গ্রাম বাংলা থেকে একধিক ছেলেকে স্কোয়াডে নেওয়া হয়েছে।

সম্প্রতি গোলদাতাদের তালিকায় নাম তুলেছেন অসিত হেমব্রম। অসিত কালীঘাট এম এস – এর ফুটবলার। পুলিশের বিরুদ্ধে গোল করেছেন। বড় ব্যবধানে দল জিতেছে। অন্য দিকে তৃতীয় ডিভিশনের ম্যাচে গোল করে বালি প্রতিভাকে জিতিয়েছেন দেবিজিৎ হেমব্রম। জয় পেয়েছে শ্রীভূমির ফুটবল ক্লাব। গোল করেছেন সঞ্জয় ওরাওঁ।