এসএসসি (SSC), গোরু পাচারকাণ্ড (Cow smuggling) নিয়ে অস্বস্তিতে রাজ্যের শাসক দল। একদিকে এসএসসিকাণ্ডে জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে গোরু পাচারকাণ্ডে সিবিআই হেফাজতে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এসবের মাঝেই গোরু পাচারকাণ্ডে নতুন যোগ খুঁজে পেল সিবিআই। সিবিআইয়ের ধারণা, বোলপুরের ভোলে ব্যোম রাই মিলের সঙ্গে যোগ রয়েছে রাজ্যের খাদ্য দফতরের।
খতিয়ে দেখা হচ্ছে অনুব্রতর আরও একটি রাইস মিলের কাগজপত্র। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের দুটি রাইসমিলের উল্লেখ রয়েছে খাদ্য দফতরের তালিকায়। যার জেরে সিবিআই-এর তরফ থেকে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লাইকে চিঠি দিয়ে একাধিক প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে।
দুদিন আগে গোরু পাচারকাণ্ডের তদন্তের জন্য বীরভূমের (Birbhum) বোলপুরে হাজির হয় CBI টিম। যদিও শুক্রবার সিবিআই-এর দল ভোলে ব্যোম রাইস মিলে ঢুকতে বাধা পায় বলে অভিযোগ। তবে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় মিলে ঢুকতে সক্ষম হয় টিম। ধারণা করা হচ্ছে, এখানেই এমন কিছু কাগজপত্র খুঁজে পেয়েছে সিবিআই যা গরু পাচারের সঙ্গে খাদ্য দফতরের যোগসূত্র রয়েছে।