FIFA ban India : এএফসি কাপে মোহনবাগানকে খেলতে দেওয়ার অনুরোধ ফিফাকে

ফিফার (FIFA) নির্বাসনে বিপর্যস্ত ভারতীয় ফুটবল। কোনও আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ভারতীয় দল এবং ভারতের কোনও দল। এই পরিস্থিতিতে শুক্রবার কেন্দ্রীয় ক্রীড়া…

AFC Cup

ফিফার (FIFA) নির্বাসনে বিপর্যস্ত ভারতীয় ফুটবল। কোনও আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ভারতীয় দল এবং ভারতের কোনও দল। এই পরিস্থিতিতে শুক্রবার কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের তরফে ফিফা এবং এএফসির কাছে আবেদন জানানো হয়েছে, গোকুলাম কেরালা এফসি এবং মোহনবাগানকে যেন তাদের আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলিতে খেলতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, তৃতীয় পক্ষের হস্তক্ষপের অভিযোগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছে ফিফা।

Advertisements

আগামী ৭ সেপ্টেম্বর ঘরের মাঠে এএফসি কাপ ইন্টারজোনাল সেমিফাইনালে খেলার কথা মোহনবাগানের। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নির্বাসিত হওয়ায় সেই ম্যাচের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ক্লাব। আবার কেরলের গোকুলম এফসি-র মহিলা দল এএফসি-র মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলছে। কিন্তু কেরলের দলটিরও ভবিষ্যৎ অনিশ্চিত। তারই পরিপ্রেক্ষিতে ফিফার দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।

   

ফিফাকে পাঠানো ই-মেলে বলা হয়েছে, তরুণ খেলোয়াড়দের ভবিষ্যতের কথা ভেবেই এই টুর্নামেন্টগুলিতে খেলতে নামার অনুমতি দেওয়া হোক মোহনবাগান ও গোকুলাম কেরল দলটিকে। সেই সঙ্গে উজবেক প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখছে ক্রীড়ামন্ত্রক। আটকে পড়া খেলোয়াড়দের যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই এমন অনুরোধ করা হয়েছে।

Advertisements

অন্যদিকে, ফিফার নির্বাসনে এএফসি কাপে মোহনবাগানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার পরই এএফসির দ্বারস্থ হয়েছিল বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা। প্রসঙ্গত, এএফসি কাপে মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে ছিল বাংলাদেশের ক্লাবটি। গ্রুপে দ্বিতীয় হওয়ার কারণে এএফসি কাপের সেমিফাইনালে খেলতে নামার অনুমতি পায়নি তারা। মোহনবাগান যদি নিতান্তই খেলতে না পারে, তাহলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে বসুন্ধরা কি খেলতে পারবে এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল? এএফসি-র কাছে জানতে চেয়েছিল বাংলাদেশের ক্লাবটি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ফিফা বা এএফসি।