কলকাতা ফুটবল লিগে (CFL) ফের বিতর্ক। কাঠগড়ায় সেই রেফারি। আইএফএ’র দরবারে সার্দান সমিতি। শনিবার নৈহাটি স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টসের (United Sports) বিরুদ্ধে মাঠে নেমেছিল সার্দান সমিতি। খেলার ফল ১-১। কোনো পক্ষই হাসি মুখ নিয়ে মাঠ ছাড়তে পারেনি। বরং ক্ষুব্ধ সার্দান সমিতি। সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছে ক্লাব।
সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, “জঘন্য রেফারিং। আমাদের বিরুদ্ধে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোল করার মতো সুযোগ তৈরি করা সম্ভব হতো, এমন কিছু ক্ষেত্রে অফ-সাইড দেওয়া হয়েছে। প্রতিপক্ষ গোল করার আগে আমাদের অধিনায়ক নির্মল ছেত্রীর বিরুদ্ধে ফাউল করা হয়েছিল। সেই কারণে ম্যাচ চলাকালীন দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ক্লাব ম্যানেজমেন্ট। বিষয়টির ওপর গুরুত্ব সহকারে আলোকপাত করার জন্য আমরা আইএফএ’র কাছে অনুরোধ করছি।”
যদিও ইউনাইটেড স্পোর্টসের তরফে নিম্ন মানের রেফারিংয়ের কথা বলা হয়নি। হার বাঁচাতে পেরে হাফ ছেড়ে বেঁচেছে তারা। সোশ্যাল মিডিয়ায় ইউনাইটেড স্পোর্টসের পক্ষ থেকে বলা হয়েছে, “খেলার গতির বিরুদ্ধে ০-১ গোলে পিছিয়েও পড়েছিলাম… ছেলেরা শপথ নিয়েই ড্রেসিং রুম থেকে বিরতির পর মাঠে নেমেছিল, তারপরে যা যা হল সেটা সবাই জানে।”