এটিকে মোহন বাগানে (Atk Mohun Bagan) এক ঝাঁক গোলরক্ষক। বুধবার দলে নেওয়া হয়েছে দেবনাথ মন্ডলকে। কাকে প্রথম একাদশে রাখা হবে, আর কে থাকবেন রিজার্ভ, এই নিয়ে আলোচনা চলতে পারে। সমতা বজায় রাখতে একজনকে অন্য ক্লাবে পাঠাতে পারে এটিকে মোহন বাগান।
এটিকে মোহন বাগানে এখন গোলরক্ষক হিসেবে এখন রয়েছেন অমরিন্দর সিং (Amrinder Singh), বিশাল কাইথ, আর্শ শেখ, অভিলাষ পাল ও নবতম সংযোজন দেবনাথ মন্ডল। অর্থাৎ সবুজ মেরুন স্কোয়াডে এখন মোট পাঁচজন গোলরক্ষক। বিশাল পরীক্ষিত গোলরক্ষক। আর্শ শেখকে নিয়ে হয়েছে বিশেষ অনুশীলন। অভিলাষকে নিয়েও আশাবাদী কোচ হুয়ান ফেরান্ডো। এই পরিস্থিতিতে জল্পনা রয়েছে অমরিন্দর সিং-কে কেন্দ্র করে।
অমরিন্দরকে নতুন মরসুমে বাগান ধরে রাখবে কি না সে ব্যাপারে দীর্ঘ দিন জল্পনা চলেছিল। ইমামি ইস্টবেঙ্গল তাঁকে দলে নেওয়ার চেষ্টা করেছিল বলেও জানা গিয়েছিল। শেষ পর্যন্ত এটিকে মোহন বাগানেই রয়েছেন অমরিন্দর।
দল বদলের বাজারে জল্পনা, অমরিন্দরকে নিয়ে অন্য কিছু ভাবতে পারে এটিকে মোহন বাগান। লোনে অন্য ক্লাবে পাঠানোর সম্ভবনা রয়েছে বলে ফুটবল মহলের একাংশ মনে করছেন। কিংবা পাকাপাকিভাবে অন্য ক্লাবে পাঠানোর রাস্তা খোলা রয়েছে। যেহেতু ট্রান্সফার উইন্ডো এখনও বন্ধ হয়নি। প্রবলভাবে শোনা যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের নাম।