বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA) ভারতীয় ফুটবলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমন আবহে UEFA চ্যাম্পিয়ন্স লিগে খেলা প্রথম ভারতীয় ফুটবলার হয়ে উঠলেন মনীষা কল্যাণ (Manisha Kalyan)।
বৃহস্পতিবার, ভারতীয় ফুটবলার মনীষা কল্যাণ সাইপ্রিয়ট ফার্স্ট ডিভিশন ক্লাব অ্যাপোলন লেডিস এফসি’র জার্সি গায়ে অভিষেক করেন। ভারতে ক্লাব স্তরে গোকুলাম কেরালা এফসি’র জার্সিতে খেলা ২০ বছরের মনীষা attacking মিডফ্লিডার হিসেবে মাঠে নজরকাড়া পারফরর্মেন্সের জোরে ২০২০-২১ ভারতীয় ফুটবল মরসুমে ফেডারেশনের প্রতিভাবান মহিলা ফুটবলারে সম্মানিত হয়েছেন।
টিম ইন্ডিয়ার এই attacking মিডিও মনীষা কল্যাণ গত বছর ২৭ নভেম্বর নিজের জন্মদিনে টুইট পোস্ট করে ফুটবল এবং দেশের জার্সি গায়ে নিজের সেরাটা মাঠে নিঙড়ে দেওয়ার আকুতি পোস্ট করে লেখেন, “এখন পর্যন্ত আমার কেরিয়ারের সেরা এবং বিশেষ লক্ষ্য। আজ আমার জন্মদিনে, আমি আমার দেশের জন্য আরও অনেক গোল করতে চাই এবং দেশকে গর্বিত করতে চাই ⚽🇮🇳 এর জন্য আমি প্রতিদিন আরও কঠোর পরিশ্রম করতে থাকব 🙏
শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ # humbled
#শেপাওয়ার #ইন্ডিয়ানফুটবল”
The best and the most special goal of my career so far. Today on my birthday, I wish to score many more goals for my country and make the nation proud ⚽🇮🇳 I'll keep working harder and harder for that every day 🙏
Thank you all for the wishes #humbled #ShePower #IndianFootball https://t.co/s1gpkfnz1v
— Manisha Kalyan (@ManishaKalyan4) November 27, 2021
প্রসঙ্গত, গত বছর নিজের জন্মদিনের আগের দিন অর্থাৎ ২৬ নভেম্বর মনীষা কল্যাণ ব্রাজিলের মহিলা দলের বিরুদ্ধে গোল করে ম্যাচে ভারতের হয়ে ১-১ গোলের সমতা ফিরিয়ে আনে। এর পরের দিনই ছিল মনীষার জন্মদিন, আর জন্মদিনে ভারতের এই attacking মিডিও নিজের আবেগ চেপে না রেখে ফুটবল এবং দেশের প্রতি তাঁর ভালবাসা সঙ্গে জাতীয় দলের জার্সি পড়ে নিজের সেরা পারফরর্মেন্স তুলে ধরার অদম্য জেদি মানসিকতার প্রতিফলন ওই টুইট পোস্ট। উল্লেখ্য যে, ২০২১ সালে ভারতের সিনিয়র জাতীয় দল ব্রাজিলের মানাউসে
আন্তর্জাতিক মহিলা ফুটবল টুর্নামেন্টে খেলতে গিয়েছিল, ওই দলের সদস্য হিসেবে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে ভারত ১-০ গোলে পিছিয়ে ছিল। প্রতি আক্রমণে বল পায়ে ঝড় তুলে ভারত মনীষার গোলে ব্রাজিলের বিরুদ্ধে খেলায় ১-১ গোলের সমতায় ফিরে আসে,যদিও ভারত ওই ম্যাচ সেলেকাওদের কাছে হেরে গিয়েছিল, ৬-০ গোলে। মনীষা কল্যাণ ওই গোল করার সঙ্গেই ভারতীয় ফুটবলে এক নতুন ইতিহাস গড়ে ফেলেন।
পাঞ্জাবের হোসিয়ারপুরের মেয়ে মনীষা কল্যাণ ২০১৮-২২ ভারতীয় ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসি’র জার্সি গায়ে ২৪ ম্যাচে ২১ গোল,২০১৮ সালে অনূর্ধ্ব -১৮ এবং ১৯ জাতীয় দলের হয়ে ১-৩ গোল এবং সিনিয়র জাতীয় দলের জার্সিতে ১৭ ম্যাচে ৪ গোল করেছেন।a