আর্থিক কেলেঙ্কারি মামলায় রাজনীতিবিদের বাড়ি-অফিসে হানা দিল ED

আর্থিক কেলেঙ্কারি মামলায় উত্তরপ্রদেশে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র দল। মাফিয়া থেকে রাজনীতিবিদ মুখতার আনসারির (Mukhtar Ansari) বিরুদ্ধে অর্থ পাচারের তদন্তের অংশ হিসাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

short-samachar

আর্থিক কেলেঙ্কারি মামলায় উত্তরপ্রদেশে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র দল। মাফিয়া থেকে রাজনীতিবিদ মুখতার আনসারির (Mukhtar Ansari) বিরুদ্ধে অর্থ পাচারের তদন্তের অংশ হিসাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বৃহস্পতিবার উত্তর প্রদেশ এবং দিল্লির একাধিক জায়গায় অভিযান চালিয়েছে বলে খবর।

   

ইডি জানিয়েছে, গাজিপুর, লখনৌ এবং দিল্লিতে অবস্থিত বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, যা আনসারি ও তার কথিত সহযোগীদের সাথে যুক্ত। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) ফৌজদারি ধারায় আনসারির বিরুদ্ধে চলমান তদন্তের বিষয়ে প্রমাণ সংগ্রহের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

পাঁচবারের প্রাক্তন বিধায়ক মুখতার আনসারি বর্তমানে উত্তরপ্রদেশের বান্দায় জেলে বন্দি রয়েছেন। জমি দখল, খুন ও তোলাবাজির অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা কমপক্ষে ৪৯টি ফৌজদারি মামলার মামলায় তিনি ইডি স্ক্যানারে রয়েছেন।

উত্তরপ্রদেশে খুনের চেষ্টা, খুনের চেষ্টা-সহ একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে বিচার চলছে। পুলিশ জানিয়েছে, গাজিপুর জেলা প্রশাসন গত সপ্তাহে ১.৯০১ হেক্টর জমির দুটি প্লট বাজেয়াপ্ত করেছে, যার মূল্য ৬ কোটি টাকারও বেশি, যা আনসারির অবৈধ উপার্জন ব্যবহার করে কেনা হয়েছিল।