প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্টনটাইন ইস্টবেঙ্গলের (East Bengal) দায়িত্ব নেয়ার পর অনেকেই মনে করছেন এবার হয়তো ভাগ্যের চাকা ঘুরবে। কিন্তু এই ব্যাপারে একমত নন প্রাক্তন ভারতীয় স্ট্রাইকার শিশির ঘোষ। তিনি মনে করছেন কোচ এবং নাম নয়, দলটা মাঠে নেমে কতটা পারফরম্যান্স করে সেটাই বড় কথা। যতক্ষণ না দু তিনটে ম্যাচ হচ্ছে
ততক্ষণ এই ইস্টবেঙ্গলকে নিয়ে কোন মন্তব্যই করতে চাইছেন না এক সময়ে ময়দান কাঁপানো স্ট্রাইকার। এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে শিশির ঘোষ বলেন, ‘কোচ আগেও বড় ছিলেন। এখনও বড় কোচ এসেছেন, ফুটবলারদের নাম নয়, মাঠে নেমে ভালো পারফরম্যান্স করতে হবে। যতক্ষণ না ইস্টবেঙ্গল মাঠে নামছে ততক্ষণ বলা যাচ্ছে না কতটা ভালো পারফরমেন্স করবে এবার। তাই আগাম কোন মন্তব্য করা মনে হয় ঠিক হবে না।’
অনেকেই মনে করছেন ডুরান্ড কাপেই বোঝা যাবে ইস্টবেঙ্গল কতটা ভালো খেলবে এই মরশুমে। এই এই বিষয়ে অবশ্য শিশির একমত নন। তিনি বলেন, ‘ ডুরান্ড কাপে কিছুই বোঝা যাবে না কারণ এই ইস্টবেঙ্গল মাত্র ৭ দিন প্র্যাকটিস করেছে। সাত দিন প্র্যাকটিস করে ডুরান্ড খেলতে নামছে। তাই আগামী মরশুমে ইস্টবেঙ্গল কেমন খেলবে এই টুর্নামেন্ট দিয়ে বিচার করা যাবে না। দু’তিনটে ম্যাচ না খেললে বলা সম্ভব নয় ইস্টবেঙ্গল কতটা লড়বে এবার। ভালো মানের বিদেশি অবশ্যই দরকার তার সঙ্গে ভালো ভারতীয় ফুটবলার দরকার ।তবেই এবার সাফল্য পাবে ইস্টবেঙ্গল। তাছাড়া সাফল্য পাওয়া খুব মুশকিল।’