CPIM: বাম নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ

একদিকে যখন গোটা দেশ স্বাধীনতা দিবসের (Independence Day) ৭৫ বছর পূর্তির আনন্দে মেতে উঠেছে ঠিক তখনই রক্তাক্ত হয়ে উঠল কেরল (Kerala)। জানা গিয়েছে, কেরলের পালাক্কাডে…

CPIM: বাম নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ

একদিকে যখন গোটা দেশ স্বাধীনতা দিবসের (Independence Day) ৭৫ বছর পূর্তির আনন্দে মেতে উঠেছে ঠিক তখনই রক্তাক্ত হয়ে উঠল কেরল (Kerala)। জানা গিয়েছে, কেরলের পালাক্কাডে সিপিআই (এম) নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে।

সিপিআই (এম) এর স্থানীয় কমিটির এক সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মৃত ব্যক্তির নাম শাজাহান, রবিবার রাত ৯টা ১৫ মিনিটে পালাক্কাডের মারুথারোদে তার বাড়ির কাছেই তাকে হত্যা করা হয়।

পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, শাজাহানের উপর ৫ থেকে ৮ জনের একটি দল হামলা চালায়। আটজনের একটি দল এসে গতকাল রাতে শাজাহানকে তার বাড়ির কাছে আক্রমণ করে। পুলিশের ধারণা, এটা রাজনৈতিক খুন।

পুলিশ জানিয়েছে “তিনি একটি রাজনৈতিক হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন এবং আমরা সন্দেহ করছি এটিও রাজনৈতিক শত্রুতার একটি অংশ।
আরও তদন্ত চলছে।”

Advertisements

এর আগে গত ১৯ এপ্রিল কেরালার পালাক্কাড জেলায় পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার (পিএফআই) এক নেতা সুবায়েরকে তার বাবার সামনে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ধৃত তিন জনের নাম আরএসএস কর্মী রমেশ, অরুমুগম ও সারাভানান।

উল্লেখ্য, পিএফআই নেতা হত্যার ২৪ ঘণ্টার মধ্যে পালাক্কাডে শ্রীনিবাসন নামে এক আরএসএস কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। বিজেপির অভিযোগ ছিল, পিএফআই-এর রাজনৈতিক শাখা সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে।