বৃষ্টি হবে হবে করেও হচ্ছে না। আবহাওয়াটা গুমোট। ব্যাপারটা কী! ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) ক্লাবের সাম্প্রতিক পরিস্থিতিও অনেকটা একইরকম।
ট্রান্সফার উইন্ডো খোলার অনেক আগে থেকে খেলোয়াড় দলে নেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। বিনিয়োগকারী কোম্পানির সঙ্গে জট ছাড়ার পর আরও এক ঝাঁক সই সংবাদ। এক সঙ্গে তেরোজন তারকা ফুটবলারকে দলে নেওয়ার কথা জানানো হয়েছিল।
আরও পড়ুন: East Bengal : ইস্টবেঙ্গলের মাঠের হাল দেখে আঁতকে উঠছেন ফুটবলপ্রেমীরা
সই সংবাদের পর দ্রুত কোচ নিশ্চিত। কলকাতায় চলে এসেছিলেন দুই কোচ। শুরু হয়ে গিয়েছিল অনুশীলন। এতটা সব ঠিক। এরপরেই কেমন যেন তাল কাটল। দিন কয়েক হল লাল হলুদ তাঁবুতে নীরবতা।
আরও পড়ুন: Birbhum: মমতার প্রিয় কেষ্টকে গ্রেফতার করল CBI
এখনও পর্যন্ত জানা গিয়েছে, দল গঠন করার কাজ জারি রেখেছিল ম্যানেজমেন্ট। ভারতীয়, বিদেশি দুই দিকের ফুটবলার সই করানোর ব্যাপারে কর্তারা তৎপর। অনেকের সঙ্গে কথাও হয়ে থাকতে পারে। কিন্তু সব কিছু পরিকল্পনা মোতাবেক চলেনি। ধাক্কা খেয়েছে প্ল্যান। এরপর থেকেই ক্লাবে নীরবতা।