Sports news: দলমার টাইগারদের বিরুদ্ধে অনবদ্য খেলল সিংভূমের ছেলেরা

Sports news: অঝোরে বৃষ্টি হচ্ছিল তখন। ফুটবলাররা মাঠে নেমেছেন। হয়েছে টস। দুই দলের হাইভোল্টেজ ম্যাচ। জাতীয় স্তরের ম্যাচ হয়তো নয়। কিন্তু স্থানীয় আবেগে হাইভোল্টেজ বটে।…

Sports news: দলমার টাইগারদের বিরুদ্ধে অনবদ্য খেলল সিংভূমের ছেলেরা

Sports news: অঝোরে বৃষ্টি হচ্ছিল তখন। ফুটবলাররা মাঠে নেমেছেন। হয়েছে টস। দুই দলের হাইভোল্টেজ ম্যাচ। জাতীয় স্তরের ম্যাচ হয়তো নয়। কিন্তু স্থানীয় আবেগে হাইভোল্টেজ বটে।

Advertisements

একটি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। মুখোমুখি দলমা টাইগার্স এবং সিংভূম সকার ফ্যানস। বৃষ্টির মধ্যে খেলা। মাঠের অবস্থা মোটামুটি। জায়গায় জায়গায় জল জমে। মাঠে কাদা । যারা ফুটবল খেলেন তাঁদের কাছে এই পরিবেশ অতি পরিচিত। অনেকের কাছে, ফুটবল খেলার আদর্শ পরিবেশ। তুল্যমূল্য ম্যাচ হয়েছে। সকলেই স্থানীয় ফুটবলার। নিজের নিজের এলাকার খেলোয়াড়। বিদেশি নেই কোনো। ম্যাচ পরিচালনার দায়িত্বে দুই মহিলা।

Advertisements
   

ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। পাঁচিল ঘেরা মাঠের একদিকে ছিলেন দর্শকরা। তাড়িয়ে তাড়িয়ে ম্যাচ উপভোগ করেছেন তাঁরা। মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বল ছুটে গিয়েছে নিরন্তর। গোল করার প্রচুর সুযোগ পেয়েছিল দলমা টাইগার্স। কিন্তু কাজের কাজটি করতে পারেননি। দুর্গের মতো দাঁড়িয়ে ছিলেন সিংভুমের গোলরক্ষক। দেখার মতো কিছু সেভ করেছেন। অল্প সুযোগ পেয়েই বাজিমাত করেছে সিংভুম। মাঠের ডান প্রান্ত থেকে ভেসে আসা বলে হেডে গোল। বক্সের অনেকটা দূর থেকে গোল। চ্যাম্পিয়ন সিংভুম।