একবছরের জন্য লোনে স্প্যানিশ ফরোয়ার্ড Sergio Moreno Martínez – কে দলে নিতে চলেছে কেরালা ব্লাস্টার্স।এমনটাই জানা গিয়েছে সূত্রের মারফত।
CD Tenerife, Atlético Madrid , RSD Alcalá – তে যুব পর্যায়ে খেলেছিলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। এরপর যান Rayo Vallecano – তে।শেষে খেলছিলেন Sociedad Deportiva Amorebieta – তে,সেখানে ১৬ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ১৩ টা গোল করেছিলেন তিনি।অর্থাৎ এই মুহূর্তে বেশ দারুণ ছন্দের মধ্যেই রয়েছে এই ফুটবলার বলা চলে।
এদিকে, গত ১লা আগষ্ট কোচিতে ‘তে প্রস্তুতি শুরু করেছিল কেরালা।পরের দিন উড়ে যায় সংযুক্ত আরব আমিরশাহিতে।UAE – এর প্রথম সারির ক্লাব হাট্টা,আল নাসর,ডিব্বা’র বিরুদ্ধে খেলবে প্রস্তুতি ম্যাচ।আল নাসরের মাঠে ১২ দিনের শিবির চালাবে।আগষ্টের ২০ তারিখ আল নাসরের বিরুদ্ধে প্রথম ম্যাচ।এর পাঁচদিন বাদে ডিব্বার বিরুদ্ধে।২৮ শে আগষ্টে শেষ ম্যাচ হাট্টা’র বিরুদ্ধে।
নিশ্চিত ভাবে মরশুমের শুরু’তে বিদেশের মাটিতে খেলা থাকায় নিজেদের শক্তি যাচাইয়ের বিরাট সুযোগ থাকছে এই ক্লাবের কাছে। মধ্য-প্রাচ্যে ইতিউতি সাপোর্টার আছে এই ক্লাবের।কোচির এই ক্লাবের লক্ষ্য আরও বেশি পরিমাণে সমর্থক’দের মধ্যে জায়গা করে নেওয়া ভালো ফুটবল খেলার মধ্যে দিয়ে।