ঋদ্ধিমান সাহার মতো হয়তো বাংলা ছেড়ে ত্রিপুরা যেতে চলেছে সুদীপ চ্যাটার্জী (Sudip Chatterjee)। শোনা যাচ্ছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে হয়তো সিএবির কাছে নো অবজেকশন সার্টিফিকেট চাইতে চলেছেন তিনি।
গত মরশুমে কোচ অরুণ লালের কোচিংয়ে তেমন ভাবে খেলার সুযোগ পাননি সুদীপ।এরপর সিদ্ধান্ত নেন সুযোগ যেখানে পাবেন, সেখানে খেলতে যাবেন, আর তাকে সেই সুযোগ ত্রিপুরা দেবে।
কিন্তু বিষয় হল এখন আর বাংলার ক্রিকেট দলের কোচ নন অরুণ লাল।নতুন কোচের পদে এসেছেন লক্ষ্মীরতন শুক্ল।যিনি ইতিমধ্যে দল নিয়ে প্রস্তুতি’তে নেমেছেন,কিন্তু সুদীপ সেই প্রস্তুতি’তে যোগ দেননি।
জানা গেছে লক্ষ্মী নিজেও বোঝানোর চেষ্টা করেছেন সুদীপ’কে ফোন করে।কিন্তু ইতিমধ্যে মনোস্থির করে ফেলেছেন সুদীপ, বাংলা তিনি ছাড়বেন’ই।তাই তাকে বুঝিয়ে খুব বিশেষ একটা লাভ হবে বলে মনে হয়না।
সুদীপের এক মাস আগে আগেই বাংলা ছেড়েছিলেন ঋদ্ধিমান সাহা।সিএবির এক কর্তা তাকে অপমান করায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।জুলাই মাসে ইডেনের সিএবির অফিস থেকে এনওসি নিয়ে আসেন।সব কিছু ঠিকঠাক থাকলে আসছে সিজেন এই দুই বাংলার ক্রিকেটারকে একসাথে খেলতে দেখা যাবে।