আর্জেন্টিনার সেন্টার ফরোয়ার্ডকে দলে নিয়ে আক্রমণের তেজ বাড়াল Mumbai City FC

আর্জেন্টিনার সেন্টার ফরোয়ার্ড জর্জ পেরেইরা ডিয়াজ’কে দলে নেওয়ার খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। এক বছরের চুক্তিতে ডিয়াজ এলো আইল‍্যান্ডারে,থাকবেন ২০২৩…

Jorge Pereira Diaz

আর্জেন্টিনার সেন্টার ফরোয়ার্ড জর্জ পেরেইরা ডিয়াজ’কে দলে নেওয়ার খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। এক বছরের চুক্তিতে ডিয়াজ এলো আইল‍্যান্ডারে,থাকবেন ২০২৩ সালের মে মাস অবধি।

” আমি মাত্র একবছর ভারতে খেলেছি।কিন্তু মুম্বই সিটি এফসি আরও বাকী পাঁচটি ক্লাবের তুলনায় অনেক আলাদা।গ ত মরশুমে এশিয়ার বুকে নিজেদের সবটুকু দিয়ে লড়েছে।” – চুক্তি শেষে এমনটাই জানিয়েছেন জর্জ পেরেইরা ডিয়াজ।

এদিকে ক্লাবের হেড কোচ ডেস বাকিংহাম ডিয়াজ’কে একজন ট‍্যালেন্টেড ফুটবলার বলে অভিহিত করেছেন।ওর আইএসএলে খেলার অভিজ্ঞতা দ্রুত দলের সাথে মিলে যেতে সাহায্য করবে।

Advertisements

২০২১ সালে আইএসএল শুরু’র প্রাক্কালে কেরালা ব্লাস্টার্সে যোগ দিয়েছিলেন জর্জ।নজরকাড়া ফুটবল খেলার পাশাপাশি আটটি গোল এবং একটি অ্যাসিস্ট ক‍রেছিলেন, যা তার দলকে ফাইনালে জায়গা করে দেয়।