Kolkata: কমান্ডিং অফিসারের বিদ্রুপের কারনেই জাদুঘরে গুলি চালায় অক্ষয়

ভারতীয় জাদুঘরে গুলিকাণ্ডের মূল কারণ কী? হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করে উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ৷ কিছুটা আভাস দিলেন হামলাকারী অক্ষয় কুমার মিশ্র। অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট ও সহকর্মীরা…

ভারতীয় জাদুঘরে গুলিকাণ্ডের মূল কারণ কী? হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করে উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ৷ কিছুটা আভাস দিলেন হামলাকারী অক্ষয় কুমার মিশ্র। অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট ও সহকর্মীরা মানসিক অত্যাচার করতেন, উপহাস করতেন। তাই রাগ ছিল অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষের ওপর। জেরায় এমনটাই জানিয়েছেন তিনি।

   

গতকাল সন্ধ্যে ৬ টা৷ গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন এএসআই রঞ্জিত সারেঙ্গি ও ওই দুই অফিসার। সেই সময়েই একে ৪৭ রাইফেল ছিনিয়ে নিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন৷ গা বাঁচিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন অফিসারা৷ এরপর ব্যারাকের ভিতর ঢুকতেই কোনরকমে গা বাঁচানোর চেষ্টা করেন বাকিরা৷

সূত্রের খবর, গাড়ির ভিতরে বসে থাকা অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষকে লক্ষ্য করে গুলি চালান অক্ষয়৷ সেই সময় গাড়ির কাঁচ ভেদ করে গুলি লাগে কবজিতে৷ সঙ্গে সঙ্গে রক্তে ভরে যায় গোটা সিট। রাতেই গাড়ি থেকে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা৷

C i s f kolkata

জানা গিয়েছে, গতকাল ১৫ রাউন্ড গুলি চলেছিল৷ এর মধ্যে এক-৪৭ এর ১৪ টি গুলির চিহ্ন মিলেছে। যার মধ্যে ১৩ টি ঘটনাস্থলে এবং একটি গাড়িতে৷

<

p style=”text-align: justify;”>সূত্রের খবর, গত বুধবার এ কে মিশ্রের বাবা মারা যাওয়ায় তিনি ছুটির আবেদন করেছিলেন। ওয়াকিবহাল মহলের ধারনা, তা নিয়েই মূল ঝামেলার সূত্রপাত। পরে বিষয়টি বিরাট আকার নেয়। সূত্রের খবর, অভিযুক্তের টার্গেটে ছিলেন না এএসআই রঞ্জিত ষড়ঙ্গী। বরং তাঁর লক্ষে ছিলেন ইনস্পেক্টর সমাদ্দার৷ গুলি চলতেই পালিয়ে যান তিনি।