দিল্লিতে মমতা-মোদী বৈঠকের পর বিস্ফোরক চিঠি রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারীর। তিনি প্রধানমন্ত্রী মোদীকে যে চিঠি দিয়েছেন তাতে অভিযোগ কেন্দ্রের আর্থিক সাহায্য এ রাজ্যে নয়ছয় করা হচ্ছে।
শুক্রবার একাধিক কেন্দ্রীয় প্রকল্প বাবদ রাজ্যের পাওনা টাকা আদায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি সহ মোদীকে চিঠি দিয়েছেন। চিঠিতে প্রায় ১ লক্ষ ৯৮৬ কোটি বকেয়া টাকার হিসেব পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।
এরপরেই মোদীকে চিঠি দিলেন শুভেন্দু। চিঠিতে তিনি লিখেছেন,কেন্দ্রীয় প্রকল্পের টাকা সঠিকভাবে ব্যবহার করছে না রাজ্য সরকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি। এমনকি আমফান এবং ইয়াস ঝড়ের সময় কেন্দ্রের তরফে যে টাকা দেওয়া হয়েছিল, সেখানেও দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। এই আর্থিক দুর্নীতির ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে বিশেষ নজর দেন সেই আবেদন জানিয়েছেন তিনি।
শুভেন্দুর অভিযোগ গাছ লাগানোর নাম করেও টাকা নয়ছয় করা হয়েছে। আবার আধিকারিকদের সামনে বলা হচ্ছে ঝড়ে পড়ে গেছে। এভাবে কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতি হয়েছে।