সম্ভাবনাই হয়তো সত্যি হতে চলেছে। একাধিক দল তৈরি করার প্রচেষ্টায় ইস্টবেঙ্গল (East Bengal)। নতুন মরসুমে একাধিক টুর্নামেন্টে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের দল নামানোর পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী সাজানো হচ্ছে স্কোয়াড।
আরও পড়ুন: East Bengal : ভেনেজুয়েলার জাতীয় দলে ৫০-এর বেশি ম্যাচ খেলা স্ট্রাইকার ইস্টবেঙ্গলে!
দুই কোচ রয়েছেন কলকাতায়। সকাল, বিকেল দুই বেলা নিয়মিত হচ্ছে অনুশীলন। একদিকে বিনো জর্জ অনুশীলন করাচ্ছেন, অন্য দিকে স্টিফেন কনস্ট্যান্টই। জর্জ মূলত রিজার্ভ দলের খেলোয়াড়দের নিয়ে মাঠে নামছেন। স্টিফেনের সঙ্গে অধিকাংশ তারকা ফুটবলাররা।
আরও পড়ুন: East Bengal: প্রস্তুতি ম্যাচেই চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে নামতে পারে ইস্টবেঙ্গল
কলকাতা ফুটবল লিগ শুরু হয়ে গিয়েছে। ডুরান্ড কাপ সামনে রয়েছে। এই দুই টুর্নামেন্টের জন্য দলের কোচ বিনো জর্জ। ঘরোয়া প্রতিযোগিতায় মূলত তরুণ প্রতিভাদের দেখে নেওয়া হবে বলে আগে জানা গিয়েছিল। সেই মতো অনুশীলনেই দুইভাগে স্কোয়াডকে ভাগ করা হয়েছে। বিনোর নেতৃত্বে যে দলটি অনুশীলন করছে, সেখান থেকে অনেককে কলকাতা ফুটবল লিগ কিংবা ডুরান্ড কাপে খেলতে দেখা যেতে পারে।
আরও পড়ুন: East Bengal : জল্পনার অবসান ঘটিয়ে ইস্টবেঙ্গলেই তারকা ফুটবলার
ইন্ডিয়ান সুপার লিগের কথা মাথায় রেখে ইস্টবেঙ্গলের দল গঠন এখনও বাকি রয়েছে। বিদেশি রিক্রুট বাকি। ভালো মানের কিছু ভারতীয় ফুটবলারকে সই করানো হতে পারে। আগামী দিনে আরও একাধিক খেলোয়াড়কে হয়তো ট্রান্সফার ফির বিনিময়ে দলে নিয়ে আসা হতে পারে। তেমনটা না হলে লাল হলুদ জার্সিতে দেখা যেতে পারে ভালো মানের বিদেশি খেলোয়াড়। সব মিলিয়ে স্টিফেনের সংসারে সদস্য আরও বাড়তে পারে।