জেলায় তৃণমূল দাপট। ইতি উতি সিপিআইএম। আর গত পুরভোটে একদম বিজেপি (BJP) শূন্য হয়ে গেছে বীরভূম। তবে বিধানসভা একটি গেরুয়া শিবিরের। বগটুই গণহত্যার পর বিরোধী দলনেতা শুভেন্দু ঘুরে গেলেও এ জেলায় তাঁর দলীয় কর্মীরা এক বিশেষ নির্দেশে বসে গেছেন। এই পরিস্থিতিতে শুক্রবার সাঁইথিয়ায় জনসভা করবেন শুভেন্দু অধিকারী। কত লোক হবে? এই প্রশ্ন রাজ্য বিজেপি মহলেই।
দুধকুমারের সেই বার্তা রাজ্য জুড়ে পড়েছিল শোরগোল। পড়ুন:
Dudhkumar Mandal: ‘অপেক্ষা করুন দেখবেন কী করি’, বিজেপির উপর হামলার ছক করছেন দুধকুমার
বীরভূমের দাপুটে বিজেপি নেতা দুধকুমার মণ্ডলের ক্ষোভ দলেরই উপর। তাঁর নির্দেশে দলীয় কর্মীরা বসে গেছেন। কলকাতা ২৪x৭ কে বিশেষ সাক্ষাতকারে দুধবাবু জানিয়েছিলেন ‘অপেক্ষা করুন দেখবেন কী করি।’ এই ঠাণ্ডা ক্ষোভবার্তার পর সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারীর সভা আদৌ জমবে কিনা তা নিয়েই সন্দেহ বিজেপি জেলা ও রাজ্য মহলে।
সাঁইথিয়ার রেলমাঠে জনসভা করবে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধান বক্তা। বিজেপি সূত্রে খূর, শাসক দল তৃণমূল কংগ্রেসের একের পর এক দুর্নীতির কথা বলবেন তিনি। রাজনৈতিক মহল মনে করছে, এই জেলায় রাজনৈতিক জমি খুঁজবেন শুভেন্দু। কারণ, বীরভূমে গত পুরভোটে বিলীন হয়ে গেছে বিজেপি।
দুধকুমারের বার্তার পর বসে যাওয়া কর্মীদের কি শুভেন্দু গরম করতে পারবেন চলছে এই চর্চা। তবে সাম্প্রতিক জ্বলন্ত ইস্যু শিক্ষাক্ষেত্রে নজিরবিহীন দুর্নীতি। সেটি পুঁজি করে তৃণমূলের ঘাঁটিতেই মমতা সরকারের উপর হামলে পড়তে মরিয়া শুভেন্দু অধিকারী।
এসএসসসি দুর্নীতিতে জেরবার মমতা সরকার। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখ্যোপাধ্যায়কে জেরা করছে ইডি। তাদের বিপুল বেআইনি সম্পত্তির হদিস মিলেছে বীরভূমে। শান্তিনিকেতনের ‘অপা’ বাগানবাড়িতে অভিযান চালিয়েছে ইডি।
গোরু পাচার মামলাতেও বীরভূম জুড়ে চলে ইডির অভিযান৷ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ টুলু মণ্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। বিজেপি সূত্রে এই সুযোগকে মোটেই হাতছাড়া করতে নারাজ বিজেপি। দুটি গরম ইস্যু নিয়েই শুক্রবার বীরভূমে সভা বিজেপির৷
তাৎপর্যপূর্ণ, বীরভূমে শুভেন্দুর সভার দিনই দিল্লিতে মোদীর সঙ্গে মমতার বৈঠক। এই বৈঠক নিয়ে সিপিআইএমের কটাক্ষ ‘সেটিং চলছে’।